সেই স্যার ডন ব্র্যাডম্যান থেকে শুরু করে আজকের দিনের ক্রিকেটার সবাই- এই ইস্যুতে এক সুরে কথা বলেন। সেরা একাদশ গড়লে শচীন টেন্ডুলকারকে রাখতেই হবে। কিন্তু এবার চমকে যেতে হলে। ব্যাপারটা রীতিমতো বিস্ময়কর। কিংবদন্তি কুমার সাঙ্গাকারা গড়ে ফেললেন সর্বকালের সেরা একাদশ। মজার ব্যাপার হলো সেখানেই নেই শচীন টেন্ডুলকারের নাম। তাইতো শুরু হয়েছে নানা আলোচনা।
শ্রীলঙ্কান গ্রেট সাঙ্গা সেরা একাদশটি বানিয়েছেন লর্ডসের টুইটার পেজের জন্য। নিজের সমসাময়িক ক্রিকেটারদের আধিপত্যে গড়া সেই একাদশে অস্ট্রেলিয়া থেকে জায়গা পেয়েছেন সর্বোচ্চ ৪ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৩ জন শ্রীলঙ্কার এবং ১ জন করে আছেন ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা থেকে।
শচীনকে রাখেননি, কেন এনিয়ে অবশ্য বিস্তারিত আলোচনায় যাননি সাঙ্গা। একাদশে ৫ জন ব্যাটসম্যান, ১ জন পেস-অলরাউন্ডার, ১ জন উইকেটরক্ষক-ব্যাটসম্যান, ২ জন করে স্পিনার ও পেসারকে জায়গা দিয়েছেন তিনি। নিজ দেশ থেকে রেখেছে অরবিন্দ ডি সিলভা এবং মুত্তিয়া মুরালিধরনকে।
সাঙ্গার সর্বকালের সেরা একাদশ-
ম্যাথু হেডেন, রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং, ব্রায়ান লারা, অরবিন্দ ডি সিলভা, জ্যাক ক্যালিস, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন, মুত্তিয়া মুরালিধরন, চামিন্ডা ভাস এবং ওয়াসিম আকরাম।
Discussion about this post