হিসেবের ছক উল্টে গিয়ে শাস্তি পেলেন মাশরাফি বিন মুর্তজা ও সাব্বির রহমান। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য এই দু’জনের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একই কারণে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার আনুষ্ঠানিকভাবে শুধু তিরস্কার করা হয়েছে।
ঘটনা ঘটে গত রোববার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে জস বাটলার ২৮তম ওভারে তাসকিন আহমেদের বলে এলবিডব্লিউ আবেদনে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত সাড়া দেননি। এরপর রিভিউ নেয় বাংলাদেশ। টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা গেছে আউট বাটলার। তাইতো সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন আম্পায়ার। তারপরই উল্লাস শুরু করে দেন মাশরাফি-সাব্বিররা। যদিও সেটা পছন্দ হয়নি ইংল্যান্ড অধিনায়কের। এ সময় তার সঙ্গে উত্তেজিতভাবে বাক্য বিনিময় হয় বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের।
আইসিসির বিজ্ঞপ্তিতে জানায়, খেলোয়াড়দের জন্য আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১.৭ ধারা ভঙ্গ করেছেন মাশরাফি ও সাব্বির। এ কারণে তাদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
আন্তর্জাতিক ম্যাচে আপত্তিকর বা অপমানজনক ভাষা বা অঙ্গভঙ্গী’ করা সম্পর্কিত ২.১.৪ ধারা ভঙ্গ করে ভৎর্সনা পেলেন বাটলার। এই অপরাধের শাস্তি ভৎর্সনা থেকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা। তবে সর্বনিম্ন শাস্তি পেয়েই রক্ষা পেলেন তিনি।
রোববার ম্যাচ শেষে মাঠের দুই আম্পায়ার আলিম দার ও শরফুদ্দৌলা ইবনে সৈকত, তৃতীয় আম্পায়ার মরিস ইরাসমাস এবং চতুর্থ আম্পায়ার আনিসুর রহমান এই অভিযোগ তুলেন। অভিযোগের ভিত্তিতে আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ শাস্তি দিলেন তিনজনকে।
Discussion about this post