শিকড়ে ফেরার সময় এখন। রোজার ঈদের আমেজ এখন বাংলাদেশে। পরিবারের মানুষদের সঙ্গে ঈদ উদযাপন করতে এরইমধ্যে জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটারই গ্রামের বাড়িতে চলে গেছেন। ক্রিকেটার সাব্বির রহমান প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজশাহীতে পা চলে গেছেন।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শেষে ২৫ দিনের লম্বা ছুটি পান জাতীয় দলের ক্রিকেটাররা। তবে ডিপিএল শেষ করে ক্লাব ক্রিকেটের ফাইনালে অংশ নিতে বরিশালে যান সাব্বির। এরপর সেখান থেকে ফিরে রাজশাহীর উদ্দেশে ঢাকা ছাড়েন এ ক্রিকেটার।
জানা গেছে সোমবার দুপুরে রাজশাহীতে পৌঁছান সাব্বির। ফেসবুকে সাব্বির নিজেই এটি নিশ্চিত করেছেন। রাজশাহীর আলুপট্টি জিপি সেন্টারের সামনে গাড়িতে বসে তোলা একটি সেলফি পোস্ট করেন।
সেলফির ক্যাপশনে সাব্বির লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়া এবং ভালবাসায় অনেক দিন পর আমি খুব ভালভাবেই রাজশাহীতে পৌছেছি। সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।’
Discussion about this post