ফিরে আসছিল সেই প্রথম ম্যাচের স্মৃতি। যেখানে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে শেষ ওভারের ছক্কায় ম্যাচ টাই হয়েছিল। এবার অবশ্য পয়েন্ট হারাতে হয়নি। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৩ উইকেটে হারিয়ে প্রথম জয়ের মুখ দেখল লিজেন্ডস অব রূপগঞ্জ। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে ঠিকই জয় তুলে নিল মোশাররফ হোসেনের দল। নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখল গাজী।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম বৃহস্পতিবার প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৫ রান তুলে গাজী গ্রুপ ক্রিকেটার্স। জবাব দিতে নেমে আসিফ আহমেদ ও আলাউদ্দিন বাবুর দক্ষতায় ৬ বল ও ৩ উইকেট হাতে রেখেই জয়ের নিশানা খুঁজে নেয় ফেভারিট লিজেন্ডস অব রূপগঞ্জ।
ম্যাচে মোহাম্মদ মিঠুন ৯৪ বলে ৭৫ রান করে বড় ভূমিকা রাখেন। তাছাড়া আসহার জাইদি করেন ৩৭ রান। যদিও শেষ দিকে দুর্দান্ত ব্যাটিং করে রূপগঞ্জের জয়ের নায়ক হয়েছেন আলাউদ্দিন ও আসিফ। আসিফ ৭৬ বলে ৫৪ ও আলাউদ্দিন করেন ২২ বলে ৩৪ রান। তারা দু’জন অষ্টম উইকেট জুটিতে ৪৭ রান করেন।
ম্যাচে গাজীর হয়ে দেলোয়ার হোসাইন, মেহেদী হাসান ও অলক কাপালি দুটি করে উইকেট নেন।
যদিও জয়ের জন্য ২৫৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে ১১ রান তুলতেই শীর্ষ তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে লিজেন্ডস অব রূপগঞ্জ। চতুর্থ উইকেটে জাইদি ও মিঠুন মিলে ৯১ রানের অনবদ্য এক জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান। ১০২ রানের মাথায় জাইদি ফিরে গেলেও আসিফের সঙ্গে ৪৫ রানের কার্যকরী এক জুটি গড়ে দলকে ম্যাচে রাখেন মিঠুন।
দলের ১৪৭ রানের মাথায় মিঠুনকে ফিরিয়ে গাজীকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন সাঈদ আনোয়ার। ১৬১ রানের মাথায় মোশাররফ আউট হয়ে সাজঘরে ফিরলে ম্যাচ জমে উঠে। তবে সপ্তম উইকেটে নাহিদুল ইসলামকে নিয়ে ৪৮ রানের দুর্দান্ত এক জুটি গড়ে রূপগঞ্জকে ম্যাচে ফেরান আসিফ।
দলের ২০৯ রানের মাথায় নাহিদুল যখন সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হন জয় থেকে তখনো ৪৭ রান দূরে ছিল রূপগঞ্জ। অষ্টম উইকেটে আলাউদ্দিনকে নিয়ে ৪৭ রানের অবিচ্ছিন্ন এক জুটি গড়ে দলকে দারুণ জয় এনে দেন আসিফ। জয়ের ধারায় ফিরে ঢাকা লিগের ফেভারিটরা।
তার আগে সকালে সাঈদ আনোয়ার জুনিয়র (৭০), শামসুর রহমান (৬৯) ও আনামুল হকের দৃঢ়তায় নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। এছাড়া গাজীর হয়ে ফারুক হোসাইন করেন ৩০ রান।
লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মোশাররফ হোসেন, আসার জাইদি ও সৌম্য সরকার দুটি করে উইকেট নেন। আবু হায়দার রনি ও তাইজুল ইসলাম নেন একটি করে উইকেট।
সোমবার ডিপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
সংক্ষিপ্ত স্কোর:
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৫০ ওভারে ২৫৫/৮ (এনামুল ৪২, শামসুর ৬৯, মেহেদি ২, সাঈদ ৭০, কাপালী ৪, ফরহাদ ১৬, ফারুক ৩০*, শরিফ ৯, দেলোয়ার ৪, মুস্তাফিজ ৪*; সৌম্য ২/১৪, জাইদি ২/৪৫, মোশাররফ ২/৫২, তাইজুল ১/৪৩, হায়দার ১/৫৯)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৪৯ ওভারে ২৫৬/৭ (মিজানুর ০, সৌম্য ১, জহুরুল ৯, মিঠুন ৭৫, জাইদি ৩৭, আসিফ ৫৪*, মোশাররফ ৯, নাহিদুল ২৫, বাবু ৩৪*; দেলোয়ার ২/২৮, মেহেদি ২/৩১, কাপালী ২/৪২, সাঈদ ১/৫৯)
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৩ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মোহাম্মদ মিঠুন।
Discussion about this post