বর্ষায় লিগ আয়োজনের কারণে কিছুতেই স্বস্তি নিয়ে খেলতে পারছেন না ক্রিকেটাররা। এইতো বুধবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শেষ রাউন্ডের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু আগেরদিন অজানা এক কারণে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচটি একদিন পিছিয়ে দেয় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। ফতুল্লার ভিক্টোরিয়া-গাজী ম্যাচটির পর আরো একটি লড়াই গড়াল রিজার্ভ ডেতে।
এদিকে লিজেন্ডস অব রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটিও হয়নি। মাঠ খেলার অনুপযোগী থাকায় রিজার্ভ ডেতে গড়িয়েছে এই ম্যাচ।
অবশ্য খেলা পিছিয়ে দেয়া ছাড়া উপায় ছিল না। আগের দিন মঙ্গলবার ভারি বৃষ্টি হওয়ায় সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠটি খেলার উপযোগী করে তোলা সম্ভব হয়নি। কয়েক দফা মাঠ পর্যবেক্ষণের পর দায়িত্বরত মাঠ আম্পায়ার জাহাঙ্গীর আলম ও রেজওয়ান পারভেজ এবং ম্যাচ রেফারি মন্টু দত্ত দুপুরের আগেই ম্যাচ রিজার্ভ ডেতে গড়ানোর ঘোষণা দেন। বুধবার রূপগঞ্জ-ব্রাদার্সের ম্যাচে টসও করা যায়নি। বৃহস্পতিবার হবে ম্যাচটি।
১৩ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে রূপগঞ্জ। এরইমধ্যে উঠে গেছে সুপার সিক্স পর্বে।
Discussion about this post