বাংলাদেশ এখনো তাদের টেস্ট দল ঘোষণা না করতে পারলেও নিউজিল্যান্ড ঠিকই বেছে নিয়েছে তাদের ১৩ ক্রিকেটার। টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর। চোখের সার্জারির কারণে গত পাকিস্তান সিরিজের পর থেকেই দলের বাইরে ছিলেন তিনি। টেলরের সঙ্গে দলে ফিরলেন পেস বোলার ট্রেন্ট বোল্ট।
ইনজুরি কাটিয়ে ফিরলেন বোল্ট। পাকিস্তানের বিপক্ষে গত বছর দ্বিতীয় টেস্টে হাঁটুর চোটে পড়েন দলের বাইরে চলে যান তিনি। এরপর টাইগারদের বিপক্ষেও টি-টুয়েন্টিতে বিশ্রামেই রাখা হয় তাকে। তবে সাদা পোশাকের ক্রিকেটে তাকে ঠিকই দলে রাখলেন
কিউই প্রধান নির্বাচক গ্যাভিন লারসেন।
ফিরলেন টেলরও। সাবেক এই অধিনায়ক ৭৮ টেস্টে ৪৬.৭০ গড়ে ৫৮৩৮ রান। করেন ১৬ সেঞ্চুরি। এমন কী পাকিস্তানের বিপক্ষে গত বছর অপরাজিত সেঞ্চুরি তুলে নেন তিনি। সব মিলিয়ে আসলে বাংলাদেশের জন্য রীতিমতো দুঃসংবাদই।
নিউজিল্যান্ডের ১৩ সদস্যের টেস্ট দল-
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডেন ব্রনিল, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, টম ল্যাথাম, হেনরি নিকোলাস, জিত রাভাল, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেলর, নিল ওয়াগনার এবং বিজে ওয়াটলিং।
Discussion about this post