চোখের জল ফেলতে ফেলতে মাঠ ছেড়েছিলেন তিনি। আবার ফাইনাল শেষ হতেও চোখে অশ্রু! প্রথমটা কষ্টের। পরেরবার আনন্দে কেঁদে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অবশেষে হাতে ধরা দিল বড় ট্রফি। প্রথমবারের মতো ইউরোর শিরোপা জিতল পর্তুগাল।
ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোর শিরোপা জিতেছে পর্তুগিজরা।
ফাইনালে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে চোটে পড়ে মাঠ ছাড়েন রোনালদো। তবে অধিনায়ককে হতাশায় পুড়িয়ে মারেন নি সতীর্থরা। অতিরিক্ত সময়ে এদেরের গোলে ইউরোর শিরোপা জিতে নেয় তারা।
এর আগে সেই ২০০৪ সালে গ্রিসের কাছে হেরে রানার্সআপ হয়েছিল স্বাগতিক পর্তুগাল। এবার আক্ষেপ ঘুচল। ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে প্রথম কোনো শিরোপার জন্য ১২ বছরের প্রতীক্ষা শেষ হল রোনালদোর।
এদিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ গোলের পুরস্কার ‘গোল্ডেন বুট’ জিতেছেন আন্তনিও গ্রিজম্যান।
টুর্নামেন্টে সর্বোচ্চ ছয়টি গোল করে গোল্ডেন বুট অ্যাওয়ার্ড জয় করেন তিনি। তিন গোল করা রোনালদো পান সিলভার বুট অ্যাওয়ার্ড। অন্যদিকে গ্রিজম্যানের সতীর্থ অলিভার জিরুড পান ব্রোঞ্জ বুট।
Discussion about this post