আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে বহু ভক্তকে হতাশ করেছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু এবার দেখা যাবে তাকে নতুন মঞ্চে-যুক্তরাষ্ট্রে আয়োজিত আটলান্টা ওপেন টি-টোয়েন্টি-তে। সাকিব আল হাসানের সঙ্গে একই দলে খেলবেন রিয়াদ, যা প্রবাসী ক্রিকেটপ্রেমীদের জন্য নতুন রোমাঞ্চের অপেক্ষা তৈরি করেছে।
টুর্নামেন্টটি শুরু হবে অক্টোবরের ৭ তারিখ, চলবে ১২ অক্টোবর পর্যন্ত। যুক্তরাষ্ট্রের জর্জিয়ার রাইদালের পরমবীর ক্রিকেট কমপ্লেক্স-এ অনুষ্ঠিত হবে এই আসর। আয়োজকরা ইতোমধ্যেই নিশ্চিত করেছেন ছয়টি দলের অংশগ্রহণ এবং বিশেষভাবে মাহমুদউল্লাহকে ‘স্টারপাওয়ার’ হিসেবে পরিচয় দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা লিখেছে, ‘স্টারপাওয়ার আনলকড! মাহমুদউল্লাহ রিয়াদ আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন।’
চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ধাপ সমাপ্ত করেছেন রিয়াদ। এর আগে ২০২১ সালে টেস্ট এবং গত বছর টি-টোয়েন্টি ফরম্যাট থেকেও অবসরের ঘোষণা দেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪১ ম্যাচে ২৪৪৪ রান সংগ্রহ করেছেন এবং বল হাতে নিয়েছেন ৪১ উইকেট। দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তার অভিজ্ঞতা রয়েছে; সিপিএল, পিএসএলসহ বিভিন্ন লিগে খেলার মধ্য দিয়ে আন্তর্জাতিক মঞ্চের অভিজ্ঞতা অর্জন করেছেন।
এবারের টুর্নামেন্টে তিনি নতুন দিগন্তে নামবেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের পরও ফ্র্যাঞ্চাইজি লিগে তার পারফরম্যান্সের জন্য ক্রিকেটপ্রেমীরা উদ্দীপ্ত। বিশেষ করে সাকিব আল হাসানের সঙ্গে একই দলে থাকার কারণে যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের দুই তারকার চমক দেখার জন্য ভক্তদের আগ্রহ থাকবে তুঙ্গে।
Discussion about this post