কাশ্মীর সীমান্তে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলছে পুরোদমে। তবে মাঠের পারফরম্যান্সের চেয়ে এবার বেশি গুরুত্ব পাচ্ছে মাঠের বাইরের বিষয়-নিরাপত্তা। কারণ, পাকিস্তানে অবস্থান করছেন বাংলাদেশের জাতীয় দলের দুই তরুণ ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বর্তমানে পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচে ৯ উইকেট শিকার করেছেন লেগস্পিনার রিশাদ। আর পেশোয়ার জালমির হয়ে থাকলেও এখনো খেলায় নামার সুযোগ পাননি তরুণ পেসার নাহিদ রানা। বিসিবি জানিয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে তারা পিসিবি ও ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিজে কথা বলেছেন রিশাদের সঙ্গে, সঙ্গে আছেন পিএসএলের সিইও সালমান নাসির। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি খারাপের দিকে গেলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে খেলোয়াড়দের দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নেওয়া আছে।
তবে এখনই কোনো খেলোয়াড়কে ফিরিয়ে আনার চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিসিবি পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে এবং মনে করছে, নিরাপত্তার সর্বোচ্চ নিশ্চয়তা মিললে দুই ক্রিকেটারই আপাতত পাকিস্তানেই থাকবেন।
এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে কারণ, এই মাসেই পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। বিসিবি জানায়, সিরিজটি কোথায় হবে বা আদৌ হবে কিনা, তা এখনই বলা যাচ্ছে না।
Discussion about this post