প্রতিশোধের নেশায় মরিয়া হয়ে উঠেছিল আতলেতিকো মাদ্রিদ। সঙ্গে স্বপ্নের ট্রফি হাতছানি দিচ্ছিল। একটা মাত্র জয়। তাতেই হাতে উঠতে পারতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি।কিন্তু হল না। আবারো সেই রিয়াল মাদ্রিদেই বধ! মিলানের স্যানসিরোতে শনিবার রাতে ফাইনালে টাইব্রেকারে ৫-৩ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের ১১তম ট্রফি জিতল রিয়াল।
একই ভাবে দুই বছর আগেও লিসবনে ‘অল মাদ্রিদ’ ফাইনালে এই আতলেতিকোর স্বপ্ন ভেঙে ট্রফি জিতেছিল সান্টিয়াগো বার্নাব্যুর দলটি। সেই ২০১৪ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও মুখোমুখি হয়েছিল মাদ্রিদের দুই দল। সেবারই প্রথম ফাইনালে উঠেছিল ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো।
শনিবার ম্যাচের ১৫তম মিনিটে এগিয়ে যায় জিনেদিন জিদানের শিষ্যরা। টনি ক্রুসের ফ্রি-কিক থেকে বল পেয়ে হেড করেন গ্যারেথ বেল। গোলপোস্টের ঠিক সামনে সেই বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি রিয়াল অধিনায়ক সার্জিও রামোস।
৭৯তম মিনিটে ১-১ গোলে সমতা আনে অ্যাটলেটিকো। হুয়ানফ্রানের ক্রস থেকে দারুণ এক গোল করেন বদলি হিসেবে নামা বেলজিয়ামের উইঙ্গার ফেরেইরা-কারাসকো।
নির্ধারিত সময়ের মধ্যে কোনো দলই আর গোলের দেখা না পেলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এই ত্রিশ মিনিটের লড়াইয়েও গোল বঞ্চিত দুই দল। এরপর ম্যাচের ফলাফল একই থাকায় টাইব্রেকারে রূপ নেয় ম্যাচের ভাগ্য।
আর সেই টাইব্রেকার ভাগ্যে শেষ হাসি রিয়ালের। ১১ বারের মতো তারা ইউরোপ সেরা ক্লাব।
Discussion about this post