এ বছরের ডিসেম্বরেই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। পাঁচ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৭ নভেম্বর। আর টুর্নামেন্ট শুরু হবে ১৯ ডিসেম্বর, ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ১৬ জানুয়ারি। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এমন সূচি নির্ধারণ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
বুধবার গুলশানের নাভানা টাওয়ারে অনুষ্ঠিত বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর বিসিবি আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা ঘোষণা করে। এবার রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান টগি স্পোর্টস। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। এছাড়া নাবিল গ্রুপ পেয়েছে রাজশাহীর, ক্রিকেট উইথ সামি পেয়েছে সিলেটের, আর ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা গেছে চ্যাম্পিয়ন স্পোর্টসের (রিমার্ক-হারল্যান)।
ঢাকার মালিকানা আগের কোম্পানির হাতেই থাকছে, তবে কোচিং প্যানেল নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। গত মৌসুমে দলের প্রধান কোচ ছিলেন খালেদ মাহমুদ সুজন। অনেকের ধারণা ছিল, এবারও তিনিই দায়িত্ব পাবেন, কিন্তু এখন পর্যন্ত তার সঙ্গে কোনো যোগাযোগ করেনি ফ্র্যাঞ্চাইজিটি। কোচের দৌড়ে মিজানুর রহমান বাবুলের নাম শোনা গেলেও তার সঙ্গেও কথা হয়নি কারও।
অন্যদিকে রংপুর রাইডার্সে প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ কোচ মিকি আর্থার। রাজশাহী ফ্র্যাঞ্চাইজিতে প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার হান্নান সরকার। চট্টগ্রাম দলের কোচ নিয়ে এখনো কিছুই জানায়নি বিপিএল কর্তৃপক্ষ।
রাজশাহীর নতুন মালিক নাবিল গ্রুপ প্রাথমিক যাচাই–বাছাই এবং আর্থিক নথিপত্র বিশ্লেষণ শেষে আগামী পাঁচ মৌসুমের জন্য অনুমোদন পেয়েছে। তারা “রাজশাহী স্টার্স” নামে দল পরিচালনার পরিকল্পনা করছে। মালিকানা পাওয়ার পরপরই তারা হান্নান সরকারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।
বাংলাদেশের হয়ে ১৭ টেস্ট ও ২০ ওয়ানডে খেলা হান্নান সরকার কোচিং ক্যারিয়ার শুরু করেন ২০১০ সালে বিসিবির লেভেল-ওয়ান কোর্স করার পর। পরে লেভেল-টু কোর্স সম্পন্ন করে পেশাদার কোচ হিসেবে কাজ শুরু করেন। বিপিএলের প্রথম দুই আসরে তিনি দুরন্ত রাজশাহীর সহকারী কোচ ছিলেন। এরপর ফ্র্যাঞ্চাইজিটি বিপিএল থেকে বিদায় নেয়, তবে এবার আবারও রাজশাহীর দল নিয়ে ফিরছেন হান্নান নতুন চ্যালেঞ্জে।








Discussion about this post