রিজার্ভ ডে’তেও সেই একই দৃশ্য! বৃষ্টির দাপট। ঘোর বর্ষায় ক্রিকেট নির্বিঘ্নে হবে এমন প্রত্যাশা করা ঠিক নয়। তাইতো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শেষ রাউন্ডে লিজেন্ডস অব রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটি রিজার্ভ ডেতেও হল না। বৃষ্টির কারণে মাঠ অনুপযোগী থাকায় একটি বলও গড়ায়নি। তাইতো বৃহস্পতিবার ম্যাচটিবাতিল করেছে ম্যাচ অফিসিয়ালরা।
আগের দিন বৃষ্টিতে খেলা শুরু করা যায়নি। খেলা গড়ায় রিজার্ভ ডে’তে। সেখানেও একই গল্প। সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠটি খেলার উপযোগী করা যায়নি। সকালে ফের বৃষ্টি নামায় মাঠে বল গড়ানো সম্ভব হয়নি। কয়েক দফা মাঠ পর্যবেক্ষণের পর দায়িত্বরত মাঠ আম্পায়ার জাহাঙ্গীর আলম ও রেজওয়ান পারভেজ এবং ম্যাচ রেফারি মন্টু দত্ত দুপুরের আগেই ম্যাচ বাতিল ঘোষণা দেন।
এরপর বাইলজ অনুযায়ী রিজার্ভ ডেতেও ম্যাচ শেষ না হলে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। রূপগঞ্জ-ব্রাদার্স, দুই দলই পেয়েছে ১ পয়েন্ট করে।
এ অবস্থায় ১১ ম্যাচে ৬ জয়ে ১৪ পয়েন্ট পেল রূপগঞ্জ। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ৪ জয়ে ৯ পয়েন্ট পেল ব্রার্দাস।
বলা দরকার, এর আগেই সুপার সিক্সে ওঠা নিশ্চিত হয়েছে রূপগঞ্জের। এই ভাগাভাগি হওয়াতে ৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগের রেলিগেশন বাঁচিয়েছে ব্রাদার্স।
Discussion about this post