ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগের ম্যাচটা জিতে লড়াইয়ে ফিরেছিল বাংলাদেশ। কিন্তু শনিবার আরেকটু হলে হেরেই যাচ্ছিল বাংলাদেশ ‘এ’ দল। আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে সেই লজ্জা থেকে এবার বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। শ্রাবণ মাসের বৃষ্টিতে শেষ পর্যন্ত পরিত্যক্ত লড়াই। কিন্তু খেলা হলে বিপাকেই পড়তেন ইমরুল কায়েসরা। কারণ বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহটা টপকে যেতে দারুণ শুরু করেছিলেন আফগানিস্তানের দুই ওপেনার।
বিকেএসপিতে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। তার আগেই ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ও এগিয়ে রয়েছে সফরকারী আফগানিস্তান।
সাভারের বিকেএসপিতে শনিবার বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় শুরুতেই। প্রথমে ম্যাচের দৈর্ঘ্য কমে দাঁড়ায় ৪৪ ওভারে। এরপর বাংলাদেশের ইনিংসের ৩৯তম ওভারে আবারও বৃষ্টি নামলে ৪০ ওভারে নির্ধারিত হয় ম্যাচ।
আর সেই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ‘এ’ করে তুলে মাত্র ১৭৬ রান।
ইমরুল কায়েস হতাশ করেন ফের। অধিনায়ক করেন ৬৩ বলে তুলেন মাত্র ৩৩ রান। আফিফ হোসেন ৬৪ বলে ৪৫ রান করায় দেড়শ পেরোয় বাংলাদেশ। নাভিন-উল-হক ৪০ রানে নেন ৫ উইকেট।
তারপর ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে আফগানিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৮৭ রান। সেই টার্গেটে দারুণ শুরু করে সফরকারীরা। ৮.২ ওভারে বৃষ্টির বাধায় বন্ধ হয়ে যাওয়ার আগে তাদের সংগ্রহ বিনা উইকেটে ৫৭। ইব্রাহিম জাদরান ২৮ বলে ৩০ ও রহমানউল্লাহ গুবরাজ অপরাজিত ২১ রানে। এরপর আর খেলা শুরু করা যায়নি।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ‘এ’ দল: ৪০ ওভারে ১৭৬/১০ (ইমরুল ৩৩, নাঈম ১, জাকির ০, মাহমুদ ১৩, আফিফ ৪৫, জাকের ২৩, মেহেদি ১৭, আবু হায়দার ১১, অপু ৩, আবু জায়েদ ১; নাভিন ৫/৪০, আশরাফ ১/৩২, কায়েস ১/৩৬)
আফগানিস্তান ‘এ’ দল: (লক্ষ্য ১৮৭) ৮.২ ওভারে ৫৭ (ইব্রাহিম ৩০*, রহমানউল্লাহ ২১*; আবু জায়েদ ০/২৪)
ফল: ম্যাচ পরিত্যক্ত
Discussion about this post