মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের চারপাশে এখন একটাই স্লোগান পাপনের পদত্যাগ চাই। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ক্রীড়াঙ্গনেও সংস্কার চাইছেন সবাই। আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য, মন্ত্রীদের অনেকেই দেশে নেই। পদত্যাগও করেছেন অনেকেই। বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে মঙ্গলবার সকাল থেকে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিক্ষোভে ফেটে পড়েন সংগঠক, সাবেক ক্রীড়াবিদরা।
‘বিসিবিকে দুর্নীতিবাজদের হাত থেকে মুক্ত করার এটাই সময়। বাংলাদেশ ক্রিকেট আজ কোথায়? জবাব চাই।’ -লেখা একটি ব্যানার নিয়ে বিক্ষোভ হয়েছে মিরপুর স্টেডিয়ামের চারপাশে।
সেই বিক্ষোভে ব্যানার অনেক। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন, পরিচালক খালেদ মাহমুদ সুজনদের পদত্যাগের দাবি করা হয়েছে। একইসঙ্গে সঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান ইসমাইল হায়দার মল্লিক, বিসিবির পরিচালক ওবেদ রশীদ নিজামসক একাধিক কর্তাব্যক্তিদের পদত্যাগ দাবি করে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে হোম অব ক্রিকেটের গেট।
তুমুল জনরোষের মুখে পড়ে গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরের দিন সংসদ বিলুপ্ত করেন রাষ্ট্রপতি। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কিশোরগঞ্জ-৬ আসনের এমপি পদ ও ক্রীড়া মন্ত্রীর পদ বাতিল হয়ে যায়। তার বোর্ড সভাপতির পদ ছেড়ে দেওয়ারও জোড়ালো দাবি উঠেছে এবার।
Discussion about this post