ভারতের মাটিতে আয়োজন বলে কথা। তাইতো টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে দারুণ অনিশ্চয়তায় ছিল পাকিস্তান। মনে হচ্ছিল প্রতিবেশী দেশটিতে বুঝি খেলা হবে না। কিন্তু বুধবার সব শঙ্কা কেটে গেল। আয়োজক ভারতের পক্ষ থেকে ছিল সবুজ সংকেত পেল পাকিস্তান। শহীদ আফ্রিদিদের বাড়তি নিরাপত্তা দিয়ে বরন করবে ভারত।
ক্রিকেটারদের নিরাপত্তার ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে আসার ব্যাপারে আপত্তি তুলেছিল পিসিবি। কিন্তু দেশটির সরকারের অনুমতি মিলেছে। তার আগেই অবশ্য বিশ্বকাপের দল ঘোষণা করেছে পিসিবি।
বলা দরকার আগামী ৮ মার্চ শুরু হচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। শুরুতে কোয়ালিফায়ার রাউন্ড। এরপর মূল পর্বের লড়াই। পাকিস্তানের প্রথম ম্যাচটি খেলতে নামবে ১৫ মার্চ। কলকাতার ইডেন গার্ডেসে।
Discussion about this post