লর্ডস মানেই ক্রিকেটের সেরা ভেন্যু। সেখানে জয়ের আনন্দটা তো একটু বেশিই হবে। তারওপর ২০ বছরের প্রতীক্ষার পর জয়। আনন্দের বাধ তো ভাঙ্গবেই। ইংল্যান্ড বধের পর তাইতো স্যালুট দিয়ে ভিন্নভাবে উদযাপন করলেন পাকিস্তানি ক্রিকেটাররা।
টেস্ট জিতে সাজঘরে ফেরার পথে আর্মির মতো লাইন করে দাঁড়িয়ে গেলেন সবাই। স্কোয়াড কমান্ডার ইউনুস খান। ইউনুসের নেতৃত্বে সবাই একসঙ্গে দিলেন “পুশ-আপ!”
সর্বশেষ ১৯৯৬ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতে মাঠ ছেড়েছিল পাকিস্তান। ইয়াসির শাহ ও মিসবাহ-উল-হকের দুর্দান্ত নৈপুণ্যে ফের উৎসব। স্বাগতিকদের বিপক্ষে ৭৫ রানে জিতে চার ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা।
লর্ডস টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডের সামনে ২৮৩ রানের লক্ষ্যমাত্রা দেয় পাকিস্তান। রোববার ২০৭ রানে অলআউট তারা। ব্যস, উসবে মাতে মিসবাহ’র দল।
এমন জয়ের পর মিসবাহ বলেন, ‘২০১০ সালের সেই ফিক্সিং কাণ্ডের পর এটা অসাধারণ ঘুরে দাঁড়ানো। দল সত্যিকারের দায়িত্ব নিয়েছে। ছেলেরা ছয় বছর ধরে লড়েছে এবং অনেক জয় এনে দিয়েছে।’
এদিকে ৪ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু আগামী শুক্রবার, ভেন্যু ওল্ড ট্র্যাফোর্ড।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ১ম ইনিংস: ৩৩৯/১০ ও দ্বিতীয় ইনিংস: ২১৫
ইংল্যান্ড: ১ম ইনিংস: ২৭২/১০ ও দ্বিতীয় ইনিংস: ৭৫.৫ ওভারে ২০৭ (কুক ৮, হেলস ১৬, রুট ৯, ভিন্স ৪২, ব্যালান্স ৪৩, বেয়ারস্টো ৪৮, ওকস ২৩; আমির ২/৩৯, রাহাত ৩/৪৭, ইয়াসির ৪/৬৯, ওয়াহাব ১/৪৬)
ফল: পাকিস্তান ৭৫ রানে জয়ী
ম্যাচসেরা: ইয়াসির শাহ
Discussion about this post