স্বস্তির খবর-আফগানিস্তানের জয়ে হাসিমুখ বাংলাদেশ ক্রিকেট দলের। শ্রীলঙ্কার বিপক্ষে আফগানদের জয়ে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। বিশ্বকাপের আগে আরও দুটি সিরিজ বাকি। তার আগেই ভারতে অনুষ্ঠেয় বিশ্বসেরার লড়াইয়ে খেলা নিশ্চিত টাইগারদের।
এমনিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বেধে দেওয়া সময় থেকে এখন অব্দি খেলা ৬ সিরিজের ১৮ ম্যাচ খেলে ১২টি জয় তুলেছে বাংলাদেশ দল। তামিম ইকবালের দলের মোট পয়েন্ট ১২০। তার পথ ধরেই নিশ্চিত হয়েছে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট।
পয়েন্ট টেবিলে ভাল অবস্থানই ছিল বাংলাদেশের। এ কারণেই সরাসরি বিশ্বকাপ খেলা অনেকটা নিশ্চিত ছিল। শুক্রবার ওয়ানডে লড়াইয়ে শ্রীলঙ্কার হারে আনুষ্ঠানিক শেষ হয়েছে। আইসিসি সুপার লিগের সেরা আটের বাইরে থাকা পাঁচটি দলকে খেলতে হবে আইসিসির বাছাইপর্বে।
এখন অব্দি দুটি দলই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ আছে। সেখানে লড়াইটা হবে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। আফগানরা আর মাত্র একটি ম্যাচ জিতলেই সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। ১৩ ম্যাচে ১১০ পয়েন্ট তাদের। সুপার লিগে ২৪ ম্যাচ খেলা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৮৮।
আসছে বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। এই দুই সিরিজে কোনও ম্যাচ না জিতলেও বিশ্বকাপে সরাসরিই খেলবে টাইগাররা। বাংলাদেশ ছাড়াও বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও স্বাগতিক ভারত।
Discussion about this post