তারা যেন হারতেই সেমিফাইনালে মাঠে নামে। শেষ চারের সেই বাধা পেরোনোর কৌশলটাও জানা নেই নিউজিল্যান্ডের। এনিয়ে দুবার সেমি থেকে বিদায় হল তাদের। এইতো বুধবার তাদের সহজেই ৭ উইকেটে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড।
দিল্লির ফিরোজ শাহ কোটলায় বুধবার টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৫৩ রান তুলে কিউইরা। জবাবে ১৭.১ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ২০১০ সালের চ্যাম্পিয়ন ইংলিশরা।
একইভাবে বৃহস্পতিবার নারী বিশ্বকাপের সেমিতে কিউইদের ৬ রানে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গী হয় ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৫৩/৮ (গাপটিল ১৫, উইলিয়ামসন ৩২, মানরো ৪৬, অ্যান্ডারসন ২৮, টেলর ৬, রনকি ৩, এলিয়ট ৪*, স্যান্টনার ৭, ম্যাকক্লেনাগান ১; স্টোকস ৩/২৬, মইন ১/১০, উইলি ১/১৭, জর্ডান ১/২৪, প্লাঙ্কেট ১/৩৮)
ইংল্যান্ড: ১৭.১ ওভারে ১৫৯/৩ (রয় ৭৮, হেলস ২০, রুট ২৭*, মর্গ্যান ০, বাটলার ৩২*; স্যান্টনার ১/২৮, সোধি ২/৪২)
ফল: ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী
Discussion about this post