ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে টেস্ট সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে কিউইরা। দলে ফিরলেন লেগ স্পিনার টড অ্যাস্টল। ২০১৮ সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে চোট নিয়ে মাঠ ছাড়েন অ্যাস্টল। পরে খেলতে পারেন নি সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে।
অ্যাস্টল ৭ বছরের ক্যারিয়ারে মাত্র তিনটি টেস্ট খেলেছেন অ্যাস্টল। ৩২ বছর বয়সী অ্যাস্টলকে জায়গা করে দিতে নির্বাচকরা বাদ দিলেন বাঁহাতি স্পিনার প্যাটেলকে। চোট থেকে কিছুদিন আগে ফেরা স্পিনার মিচেল স্যান্টনারকে টেস্টে ফেরায় নি কিউই নির্বাচকরা। ১৩ সদস্যের দলে আন্তর্জাতিক ক্রিকেট না খেলা একমাত্র ক্রিকেটার উইল ইয়ং। নেতৃত্বে আগের মতোই আছেন কেন উইলিয়ামসন।
নিউজিল্যান্ড-বাংলাদেশ তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ২৮ ফেব্রুয়ারি শুরু হবে। এরপর ৮ মার্চ দ্বিতীয় টেস্ট শুরু ওয়েলিংটনে। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ক্রাইস্টচার্চে, ১৬ মার্চ মাঠে গড়াবে।
নিউজিল্যান্ড টেস্ট দল
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, টম ল্যাথাম, হেনরি নিকোলস, জিত রাভাল, টিম সাউদি, রস টেলর, নিল ওয়েগনার, বিজে ওয়াটলিং ও উইল ইয়ং।
Discussion about this post