বিপিএল শুরু হয়ে গেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চোখ আগামী নিউজিল্যান্ড সফরে। তার আগে অবশ্য অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পের জন্য প্রাথমিক দল ঘোষণা করল বিসিবি। যেখানে আছেন সময়ের আলোচিত ক্রিকেটার মেহদী হাসান মিরাজ। সঙ্গে তার অনূর্ধ্ব-১৯ দলের সতীর্থ নাজমুল হাসান শান্তও ডাক পেলেন জাতীয় দলের ক্যাম্পে।
পুনর্বাসনে থাকা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের পাশাপাশি তরুন ব্যাটসম্যান তানভির হায়দার ও পেসার হান্ট তারকা এবাদত হোসেনকে রাখা হয়েছে দলে।
কিন্তু রহস্যজনক কারণে এবার ক্যাম্পেরই বাইরে রাখা হল নাসির হোসেনকে। আগে একাদশের বাইরে থাকতেন এবার প্রাথমিক দলেই রাখা হয়নি এই অলরাউন্ডারকে। ক্যাম্পের ২২ সদস্যের দলে নেই পেসার কামরুল ইসলাম রাব্বিও। নাসির ও তিনি আছেন স্ট্যান্ডবাই দলে।
প্রস্তুতি ক্যাম্পের ক্রিকেটাররা ৯ ও ১০ ডিসেম্বর দুই ভাগে অস্ট্রেলিয়া যাবে। সিডনিতে ক্যাম্প চলবে সপ্তাহখানেকের বেশি। নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে ও টি-টুয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। পরের দুই ওয়ানডে হবে ২৯ ও ৩১ ডিসেম্বর নেলসনে।
প্রস্তুতি ক্যাম্পের দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, শুভাশীষ রায়, মোহাম্মদ শহীদ, এবাদত হোসেন এবং তানভির হায়দার।
স্ট্যান্ড বাই: শাহরিয়ার নাফিস, আব্বুল মজিদ, লিটন কুমার দাস, মোশাররফ হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আল আমিন হোসেন, আলাউদ্দিন বাবু, নাসির হোসেন এবং রুবেল হোসেন।
Discussion about this post