বহুল আলোচিত সেই দ্বিস্তরের নির্বাচক প্যানেল গঠন করা হয় এ বছরের ৫ জুন। বাংলাদেশ ক্রিকেটে বোর্ড (বিসিবি) প্রথমবারের এমন উদ্যোগ নেয়। যদিও তাদের সঙ্গে কতোদিনের চুক্তি করছে এ ব্যাপারে তখন কিছুই জানাননি কর্তারা। এবার জানা গেল ২ বছরের মেয়াদে মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন নতুন নির্বাচক কমিটি কাজ করবে বলে জানা গেছে। কমিটির অন্য দুই সদস্য হলেন হাবিবুল বাশার সুমন ও সাজ্জাদ আহমেদ।
রোববার জানা গেল, নতুন নির্বাচকদের মেয়াদ দুই বছর। চুক্তির সময়সীমা শুরু হবে জুলাই মাস থেকে।
দ্বি-স্তর কাঠামো নির্বাচক প্যানেল ব্যবস্থারসমালোচনা করে প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেন ফারুক আহমেদ। পরে তার জায়গায় বিসিবি মনোনয়ন দেয় মিনহাজুল আবেদীন নান্নুকে।
এরইমধ্যে এই কমিটি হাইপারফরম্যান্স স্কোয়াড ঘোষণা করেছে। এমন কী ইংল্যান্ড সিরিজের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দলের নামও জানিয়েছে নান্নুর নেতৃত্বাধীন কমিটি।
Discussion about this post