ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আজকের ম্যাচে ব্যাট হাতে রানের ঝড় তুললেন মোহাম্মদ নাঈম। ১২৫ বলে ১৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে লিস্ট-এ ক্রিকেটে নিজের সেরা পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। যদিও তার সামনে বাংলাদেশের হয়ে দ্বিতীয় ডাবল সেঞ্চুরির ইতিহাস গড়ার সুযোগ ছিল, কিন্তু তা হাতছাড়া হয়েছে।
প্রাইম ব্যাংকের হয়ে ইনিংস উদ্বোধন করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন নাঈম। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ইনিংসের প্রথম ওভারেই আল আমিন হোসেনকে চার মেরে নিজের ইনিংস শুরু করেন। এরপর একের পর এক বাউন্ডারিতে মাত্র ৩৮ বলে ফিফটি, ৮০ বলে সেঞ্চুরি এবং ১০৬ বলে দেড়শ রান করেন তিনি।
তার ইনিংসের সময় উইকেটের অপরপ্রান্তে সঙ্গী বদল হলেও নাঈম একাই দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নেন। সাব্বির হোসেনের সঙ্গে উদ্বোধনী জুটিতে ১৮.২ ওভারে ১৪০ রান যোগ করেন। এরপর জাকির হাসান ও শাহাদাৎ হোসেনও নাঈমের সঙ্গী হন।
নাঈমের সামনে সুযোগ ছিল লিস্ট-এ ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করার। তবে ১২৫ বলে ১৮ চার ও ৮ ছক্কার ঝড়ো ইনিংস খেলে সালাউদ্দিন শাকিলের বলে অলক কাপালির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।
তার বিদায়ের সময় প্রাইম ব্যাংকের স্কোর ছিল ৩৮.৩ ওভারে ৪ উইকেটে ৩১০ রান। এই ইনিংস বাংলাদেশের লিস্ট-এ ক্রিকেটের পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
২০১৯ সালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ২০০ রান করে বাংলাদেশের হয়ে একমাত্র লিস্ট-এ ডাবল সেঞ্চুরির মালিক হন সৌম্য সরকার। আজকের ইনিংসের পর নাঈমের নামও সেই তালিকায় জায়গা করে নিলেও মাত্র ২৪ রানের জন্য রেকর্ড গড়া হলো না তার।
Discussion about this post