এবার নতুন এক মিশন। অবশ্য সেই মিশনে যাওয়ার আগে নানা ঝক্কি-ঝামেলা পোহাতে হয়েছে তাকে। তবে সেই সব অভিজ্ঞতা পেছনে ফেলে প্রথমবারের মতো কাউন্টি খেলতে ইংল্যান্ডের পথে উড়াল দিয়েছেন
ইংলিশ কাউন্টিতে সাসেক্সের হয়ে খেলবেন কাটার মাস্টার মুস্তাফিজ। এর আগে আইপিএল মাতিয়ে ফিরেছেন তিনি। ইংল্যান্ডে উড়াল দেয়ার দিনে এই দ্য ফিজকে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের দুই তারকা খেলোয়াড় মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ।
মুশফিক বুধবার তার অফিসিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজকে শুভকামনা জানান। লেখেন, ‘কাউন্টি মৌসুমের জন্য মুস্তাফিজের প্রতি অনেক শুভকামনা রইলো। আমাদের আবার গর্বিত করো, চ্যাম্পিয়ন।’
তাসকিন তার অফিসিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজকে শুভকামনা জানিয়ে লেখেন, ‘আজ থেকে আমাদের ক্যাম্প শুরু হচ্ছে। সুতরাং, আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে মুস্তাফিজের জন্য শুভকামনা রইলো।’
বৃহস্পতিবার টি-টুয়েন্টি ব্লাস্টে এসেক্সের বিপক্ষে মাঠে নামবে তার দল সাসেক্স। ২০ বছর বয়সী এই বাঁহাতি পেসার জানালেন, ‘তারা এই ম্যাচে আমাকে খেলাবে কিনা সেটি এখনো তো জানি না। তবে খেলতে হলে মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত আমি।’
টি-টুয়েন্টি ও ওয়ানডে মিলিয়ে সাসেক্সের জার্সিতে কমপক্ষে ৭টি ম্যাচ খেলতে পারবেন ‘কাটার মাস্টার’। এরমধ্যে আছে তিনটি টি-টুয়েন্টি ও চারটি ওয়ানডে।
Discussion about this post