সহজে ইনজুরি থেকে মুক্তি পাচ্ছেন না মুস্তাফিজুর রহমানের। বলা হচ্ছিল ১৮ জুন মাঠে ফিরতে পারেন কাটার মাস্টার। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে মোহামেডানের হয়ে মাঠে নামার কথা হচ্ছিল তার। কিন্তু এবার জানা গেল ফিরতে বেশ দেরি হবে বাংলাদেশ ক্রিকেটের নতুন এই সুপারস্টারের।
আইপিএল থেকে দুটি চোট নিয়ে ফিরেন চ্যাম্পিয়ন বাঁহাতি পেসার। এরপরই ছুটি কাটিয়েছেন গ্রামের বাড়িতে। ঢাকায় ফিরে শুরু করেন পুনর্বাসন। ফিজিওরা জানালেন মুস্তাফিজের দুটি সমস্যা। একটি সমস্যা ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে, অন্যটি অ্যাঙ্কেলের নিচের দিকে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ান বৃহস্পতিবার জানালেন, সেরে উঠতে আরো সময় লাগবে কাটার মাস্টারের। অন্তত ছয় সপ্তাহের কমে মাঠে ফেরার সম্ভাবনা নেই।
মারিও ভিল্লাভারায়ান বলেন, ‘দেখুন পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে তার বেশ উন্নতি হয়েছে। কিন্তু তাতে মোটেও মুস্তাফিজকে শতভাগ ফিট বলা যায় না। তবে পুরো ব্যাপারটা তার ইচ্ছার উপরই বেশি নির্ভর করছে। ও যত বেশি চেষ্টা করবে, তত দ্রুত মাঠে ফিরতে পারবে। তবে মাস খানেকের কম সময়ে ফেরা সম্ভব হবে বলে মনে হয় না।’
এই কথা সত্যি হলে ঢাকা প্রিমিয়ার লিগের এবার খেলা হচ্ছে না মুস্তাফিজের। সেই এমন কী কাউন্টি ক্রিকেটে খেলাটাও অনিশ্চিত হয়ে গেল।
Discussion about this post