সানরাইজার্স হায়দ্রাবাদের দর্শকদেরও মন জয় করে নিলেন তিনি। সাফল্য দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও আলোচনায় থাকছেন মুস্তাফিজুর রহমান। তাইতো দলটির ফ্র্যাঞ্চাইজিও বিশেষ গুরুত্ব দিচ্ছেন তাকে। ভাষাগত সমস্যার কারণে কাটার মাস্টারের জন্য একজন বাংলাভাষীকে সার্বক্ষণিক নিয়োগ দিয়েছে দলটি। এবারই প্রথম কোন ফ্র্যাঞ্চাইজি বিদেশী ক্রিকেটারের জন্য এমন সুযোগ করে দিলেন।
মুস্তাফিজের জন্য সানরাইজার্সরা যে দোভাষী নিয়োগ দিয়েছে সেই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন পরিচালক খালেদ মাহমুদ সুজন। তিনি জানান, ‘মুস্তাফিজের যেন অসুবিধা না হয়, সেজন্য একজন বাঙালি মুসলমান ছেলেকে নিয়োগ দিয়েছে হায়দ্রাবাদ।’
এবারের আইপিএল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ৩ ম্যাচে এখন পর্যন্ত নিয়েছেন ৪ উইকেট। লিগে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় মুস্তাফিজ রয়েছেন ছয় নম্বরে।
Discussion about this post