বেচারা মুস্তাফিজুর রহমান, কিছুতেই ইনজুরি থেকে মুক্তি পাচ্ছেন না! শ্রীলঙ্কার বিপক্ষে রোববার বল হাতে ঝড় তোলার পরের দিনই দুঃসংবাদ! এশিয়া কাপে বাকী ম্যাচগুলোতে হয়তো দেখা যাচ্ছে না তাকে! ফের ইনজুরিতে পড়েছেন এই কাটার মাস্টার।
এইতো গত জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ চলাকালীন সময়েই চোটে পড়েন মুস্তাফিজ। এরপর এশিয়া কাপে ফের ইনজুরি। রোববার শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দিনে বাঁহাতি এই পেসার ১৯ রানে নিয়েছেন ১ উইকেট।
সেই ম্যাচ শেষেই রাজধানীর একটি হাসপাতালে নেয়া হয়। এরপরই জানা যায় বুধবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে নাও খেলতে পারেন বাঁহাতি এই পেস বোলার। কারণ টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তাজে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না বিসিবি।
এই অবস্থায় মুস্তাফিজের জায়গায় দলে ফিরতে পারেন তামিম ইকবাল। এদিকে বাবা হওয়ার একদিন পরই সোমবার দেশে ফিরেছেন তামিম। ফিরেই মিরপুরে অনুশীলন করেছেন এই ওপেনার।
মুস্তাফিজের পরিবর্তে তামিমকে দলে নিতে হলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) টেকনিক্যাল কমিটির অনুমতি নিতে হবে বিসিবিকে। সেই পথেই হাটছে বোর্ড।
Discussion about this post