তিনি আসলে শুধুই বাংলাদেশেরই সম্পদ নন, গোটা ক্রিকেট বিশ্বের সম্পদ। ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক চমক দিয়ে যাচ্ছেন তিনি। তারই এক ঝলক দেখা মিশল শনিবার। এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপটা অবশ্য ইনজুরির কারনে তেমন উপভোগ করা হয়নি। খেলতে পেরেছেন মোটে তিনটি ম্যাচ। তাতেই ম্যাজিক মুস্তাফিজের। শনিবার টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এক রেকর্ড গড়লেন সাতক্ষীরার এই তরুন। প্রথম বাংলাদেশি হিসেবে টি-টুয়েন্টি বিশ্বকাপে নিলেন ৫ উইকেট।
কলকাতার ইডেন গার্ডেন্সে কিউইদের বিপক্ষে ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ৫ উইকেট। চারজন ব্যাটসম্যানকেই বোল্ড করেন তিনি। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ইলিয়াস সানির পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৫ উইকেট পেলেন এই কাটার মাস্টার।
টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব ও সুপার টেন মিলিয়ে সর্বোচ্চ ১০ উইকেট নিয়ে শীর্ষে আফগানিস্তানের মোহাম্মদ নবী ও বাংলাদেশের সাকিব আল হাসান। মাত্র ৩ ম্যাচে ৯ উইকেট নিয়ে তৃতীয় স্থানে মুস্তাফিজ।
তাইতো তার প্রশংসায় পঞ্চমুখ সবাই। খোদ ভারতের সাবেক তারকা ক্রিকেটার ভিভিএস লক্ষ্নণ থেকে শুরু করে স্কট স্টাইরিস সবাই এখন মুস্তাফিজ বন্দনায় ব্যস্ত। তার উজ্জ্বল ক্যারিয়ার দেখছেন বিশ্লেষকরা।
Discussion about this post