আইপিএল থেকে ফিরেছিলেন চোট নিয়ে। তাইতো শুরুতেই বাধা। কাউন্টি মিশন পিছিয়ে পড়ে। তাইতো প্রথমে চলে পুনর্বাসন। সেই ধাক্কা সামলে উঠার পরই ভিসা জটিলতা। সেইসব সমস্যা পেছনে ফেলে বুধবার সকালে উড়াল দিলেন মুস্তাফিজুর রহমান। সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু হয়েছে কাটার মাস্টারের।
বিলাত সফরের আগে বুধবার সকালে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে দেখা গেল মুস্তাফিজকে। সেখানে সংবাদমাধ্যমেরও মুখোমুখি হলেন তিনি। জানালেন, ‘শুধু ক্রিকেট নয়, আরো অনেককিছু শেখার সুযোগ থাকবে ইংল্যান্ডে। সুযোগগুলো কাজে লাগাতে চাই। নতুন অনেক কিছু শিখে আসতে চাই।’
লন্ডনে দ্য ফিজের ব্যস্ত সূচি। টি-টুয়েন্টি ব্লাস্টে বৃহস্পতিবার এসেক্সের বিপক্ষে মাঠে নামবে তার দল সাসেক্স। ২০ বছর বয়সী এই বাঁহাতি পেসার জানালেন, ‘তারা এই ম্যাচে আমাকে খেলাবে কিনা সেটি এখনো তো জানি না। তবে খেলতে হলে মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত আমি।’
টি-টুয়েন্টি ও ওয়ানডে মিলিয়ে সাসেক্সের জার্সিতে কমপক্ষে ৭টি ম্যাচ খেলতে পারবেন ‘কাটার মাস্টার’। এরমধ্যে আছে তিনটি টি-টুয়েন্টি ও চারটি ওয়ানডে।
Discussion about this post