সব অনিশ্চয়তা কাটিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের বিদেশি কোচিং স্টাফরা ঢাকা আসতে শুরু করেছেন। ফিল্ডিং কোচ রিচার্ড হালসাল ফেরার পর মাশরাফিদের ট্রেনিং ক্যাম্পেও যোগ দিলেন রোববার। এরপর সংবাদ মাধ্যমের সঙ্গে নিরাপত্তা ইস্যু, ইংল্যান্ডের আসন্ন সফর নিয়ে কথা বলেছেন তিনি। দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের দ্রুত মাঠে ফেরা নিয়েও আশাবাদী তিনি।
ইংল্যান্ডে অস্ত্রোপচারের অপেক্ষায় মুস্তাফিজ। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার সেখানে কাঁধের অস্ত্রোপচার হবে। শল্যবিদের চুরির নিচে নাকি আধা ঘন্টার মতো কাটাতে হবে ফিজকে। তবে এরপর দীর্ঘ এক পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে কাটার মাস্টারকে। তাইতো মাঠে ফিরতে ৬-৭ মাস লেগে যেতে পারে তার।
হালসাল অবশ্য আশাবাদী। বললেন ‘ইংল্যান্ড প্রথম ম্যাচটি মুস্তাফিজ দারুণ খেলেছে। দুঃখজনকভাবে চোট তাকে থামিয়ে দিয়েছে। আপাতত আশাবাদী হওয়া যায় তার সঠিক চিকিৎসা হচ্ছে। আশা করি সে দ্রুতই মাঠে ফিরবে।’
বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় বেলা সাড়ে ১২টায় কাঁধের অস্ত্রোপচার হবে মুস্তাফিজের। বলা হচ্ছে এরপর ফিরতে কমপক্ষে ৫ থেকে ৬ মাস লাগবে।
Discussion about this post