এবার ছুটির দিনগুলো ছিল অন্যরকম। আগের মতো মুক্ত বিহঙ্গ হয়ে উড়ে বেড়ানোর সুযোগ ছিল না। সুযোগ ছিল না বাজারের চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়ার। আসলে সময় পাল্টে গেছে। মুস্তাফিজুর রহমান এখন বড় তারকা। তাইতো খ্যাতির বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাকে।
নয় দিন সাতক্ষীরায় নিজ বাড়িতে ছুটি কাটিয়ে বুধবার রাতে ঢাকায় ফিরলেন মুস্তাফিজ। এরপরই কাটার মাস্টারের শুরু হয়ে গেছে ব্যস্ততা। বৃহস্পতিবার সকালেই মিরপুরে হাজির এই পেসার। ফিজিওর রুম থেকে বের হয়ে তিনি চলে যান একাডেমি মাঠের জিমে। তার সঙ্গে ছিলেন কোচ চণ্ডিকা হাথুরুসিংহে ও ট্রেনার মারিও ভিল্লাভারায়েন। এরপর চলে ফিটনেস ট্রেনিং চলে সেখানে।
এরপরই সংবাদ মাধ্যমকে জাতীয় দলের ফিজিও বায়েজিদ ইসলাম জানালেন- কিছুটা চোট রয়েছে দ্য ফিজের, ‘হ্যামস্ট্রিং ও গোড়ালিতে কিছুটা চোট রয়েছে। তবে এটা মাইনর সমস্যা। মূলত এই সমস্যা কাটিয়ে উঠতেই তার পুনর্বাসন দরকার।’ মানে শুরু হল মুস্তাফিজের নতুন এক লড়াই।
জানা গেছে এই ধাক্কা সামলে উঠেত দুই সপ্তাহ সময় লাগবে। ১০ জুন ইংল্যান্ডের কাউন্টিতে সাসেক্সের হয়ে খেলতে যাওয়ার কথা ছিল মুস্তাফিজের। কিন্তু ফিটনেস নিয়ে সমস্যা সেটা হতে দিচ্ছে না। তবে কাউন্টিতে খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি আইপিএলে ঝড় তুলে আসা তারকার।
Discussion about this post