তাহলে আইপিএলের পর এবার ইংলিশ কাউন্টিতেও খেলতে দেখা যাবে মুস্তাফিজুর রহমানকে। আপাতত তেমনই ইঙ্গিত পাওয়া গেছে, যদিও সাসেক্সের হয়ে এই কাটার মাস্টার খেলবেন কি না সেটি নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা চলছেই। অবশ্য বাংলাদেশ জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানালেন, শারীরিকভাবে ফিট থাকলে মুস্তাফিজকে ইংল্যান্ডে খেলতে দেয়া উচিত।
আইপিএলের শিরোপা জিতে দেশে ফিরেছেন মুস্তাফিজ সোমবার। একদিন পরই নিজ জন্মভূমি সাতক্ষীরায় চলে যান কাটার মাস্টার। অন্যদিকে ছুটি কাটিয়ে বুধবার রাতে দেশে ফিরেছেন হাথুরুসিংহে। বৃহস্পতিবার বিসিবিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টাইগার কোচ বলেন, ‘মুস্তাফিজ যদি দ্রুত উন্নতি করে এবং পারফর্ম করতে পারে, তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে বাংলাদেশের ক্রিকেটই। সুতরাং ওর শরীরের যদি ক্ষতি না হয়, তাহলে আমার মতে ওকে ইংল্যান্ডে খেলতে দেয়া উচিত।’
বলা দরকার আগামী বছরের জুনে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে বাংলাদেশ। স্বাগতিক ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে লড়বেন মুস্তাফিজ-মাশরাফিরা। কোচ বলেন, ‘পারফরম্যান্স ভালো করতে হলে ওই কন্ডিশনে খেলতে হবে। ওখানে না গেলে কন্ডিশন সম্পর্কে কোনো ধারণা পাওয়া যাবে না।’
এদিকে টেস্ট ক্রিকেটেও মুস্তাফিজ মাতাবেন বলে মনে করছেন হাথুরুসিংহে। ‘দেখুন ফিজ দুটি টেস্ট খেলেছে। একটিতে চার উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে। শুরুটা ভালো তবে সামনে ওর অপেক্ষায় চ্যালেঞ্জ। ওকে ফিট থাকতে হবে, ওর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।’
Discussion about this post