তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। উইকেটকিপার হিসেবে টুকটাক ভুল হচ্ছে। আবার ব্যাটেও নেই রান। অনেকে তো তাকে দল থেকেই ছেটে ফেলার কথা বলছিলেন। কিন্তু নির্বাচকদের আস্থা ছিল মুশফিকুর রহীমের ওপর। সেই আস্থার প্রতিদান দিলেন এবার এই উইকেটকিপার ব্যাটসম্যান। ইংল্যান্ডের বিপক্ষে বুধবার অলিখিত ফাইনাল হয়ে উঠা ম্যাচে দারুণ এক হাফসেঞ্চুরি করলেন মুশফিক। তাতে দলও পায় ২৭৭ রানের লড়াকু পুঁজি।
মুশফিক এতোটাই বাজে অবস্থায় ছিলেন যে সাত ম্যাচ পর অর্ধশতকের দেখা পেলেন। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলের প্রয়োজনীয় এক মুহুর্তে ব্যাট হাতে প্রতিরোধ গড়েন তিনি। ৫৪ বলে ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ক্যারিয়ারের ২৩তম অর্ধশতক পূর্ণ করেন তিনি। আর শেষ পর্যন্ত ৬২ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ৬৭ রান করে অপরাজিত ছিলেন মুশফিক।
গত বছরের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ১০৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলার পর থেকেই দুঃসময় শুরু। তারপরের ওয়ানডে ইনিংসগুলো ছিল এমন- ২১ ও ২৮, ৬, ৩৮ ও ১২ রান। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতেও ব্যর্থ। ১২ ও ২১ রান আসে তার ব্যাটে।
এবার সব ব্যর্থতা পুষিয়ে দিলেন মুশি। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ঠিক ফেরার মতো করেই ফিরলেন টেস্ট অধিনায়ক।
Discussion about this post