ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে রীতিমতো উড়ছিল প্রাইম দোলেশ্বর। টানা চার জয় দিয়ে উঠে গিয়েছিল শীর্ষে। এবার সেই দলটিকেই প্রথম হারের তিক্ত স্বাদ দিল ভিক্টোরিয়া। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সোমবার টস হেরে ব্যাট করতে নামে ভিক্টোরিয়া। তারা ৩ উইকেট হারিয়ে তুলে ২৭০ রান। জবাবে ৪৩ ওভার ৪ বলে ২১১ রানে গুটিয়ে যায় দোলেশ্বরের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর-
ভিক্টোরিয়া: ৫০ ওভারে ২৭০/৩ (মজিদ ৯৪, মাহমুদ ০, মুমিনুল ১০৪, আল আমিন ৫১*, চতুরঙ্গা ১৬*; আল আমিন ৩/৫৭)
প্রাইম দোলেশ্বর: ৪৩.৪ ওভারে ২১১ (ইমতিয়াজ ৪৩, রনি ২, রকিবুল ৭৩, চামারা ২, নাসির ৩৫, জিয়া ৩, রবিউল ০, ফরহাদ ২১, সানজামুল ১৪, রাহাতুল ৩, আল আমিন ০*; চতুরঙ্গা ৫/৩৬, আল আমিন ২/৩১, রাব্বি ২/৪১)
ফল: ভিক্টোরিয়া ৫৯ রানে জয়ী
ম্যাচসেরা: মুমিনুল হক।
এদিকে তুষার ইমরানের অলরাউন্ড নৈপুণ্য ও শাহরিয়ার নাফীসের অপরাজিত অর্ধশতকে জিতল ব্রাদার্স ইউনিয়ন। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে তারা ৭ রানে হারায় ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের গত আসরের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে।
সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে তিন বল বাকি থাকতে ২৪৯ রানে অলআউট হয়ে যায় প্রাইম ব্যাংক। এবারের লিগে এটি ব্রাদার্সের দ্বিতীয় জয় বিপরীতে প্রাইম ব্যাংকের দ্বিতীয় হার।
সংক্ষিপ্ত স্কোর-
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৪৯.৩ ওভারে ২৪৯ (মেহেদি ৩৬, শাহনাজ ৪২, সাব্বির ১, জয়াসুরিয়া ৬৩, শুভাগত ৫, তাইবুর ১৫, নুরুল ৩৪, ইয়াসির ০, রায়হান ২৬, রুবেল ১৪*, নাজমুল ৪; নূর আলম ৩/২৫, সাদিকুর ২/৪৩, তুষার ২/৪৭, আসিফ ১/২৯, নাবিল ১/৪১, সঞ্জিত ১/৫২)
ব্রাদার্স ইউনিয়ন: ৪২.৫ ওভারে ১৯৩/৩ (শাহরিয়ার ৮৪*, ইমরুল ২০, তুষার ৪১, জাকির ৩৫, উইলিয়ামস ১*,জয়াসুরিয়া ২/২৫, সাব্বির ১/২৯)
ফল: ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ব্রাদার্স ইউনিয়ন ৭ রানে জয়ী
ম্যাচসেরা: তুষার ইমরান।
Discussion about this post