তিনি ধর্মভীরু এক মানুষ। ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকলেও ধর্মীয় অনুশাসন মেনে চলতে ভুল করেন না! অবয়বেও স্পষ্ট তার ধর্মীয় পরিচয়। মঈন আলী, এ সময়ের সেরা ক্রিকেটারদের একজন। এখন চট্টগ্রাম টেস্টে খেলা নিয়ে ব্যস্ত। বাংলাদেশের বিপক্ষে ইংলিশ এই ক্রিকেটার ১ম ইনিংসে ৬৮ রানের দারুণ এক ইনিংসও খেলেছেন।
ঠিক এমন এক সময়ে একটি ওয়েবসাইট জানাল, বাংলাদেশের সঙ্গে অন্যরকম এক স্মৃতি জড়িয়ে আছে। এখানেই নাকি জীবনসঙ্গীনিকে খুঁজে পেয়েছিলেন মঈন আলি।
দৈনিক প্রথম আলো জানাল এই তথ্য। ক্রিকবিডি২৪ এর পাঠকদের জন্য তার কিছু অংশ তুলে ধরা হল। ‘মঈন আলীর স্ত্রী ফিরোজা হোসেন বাংলাদেশি বংশোদ্ভূত। জন্ম-বেড়ে ওঠা দুটিই ইংল্যান্ডে হলেও তাঁর বাপের বাড়ি সিলেটে। এক সময় সিলেট শহরের পীর মহল্লা এলাকার বাসিন্দা ছিলেন ফিরোজার বাবা এম হোসেন ও তাঁর স্ত্রী। এরপর সপরিবারে ইংল্যান্ডে থিতু হন। সেখানেই জন্ম ফিরোজার। মঈনের সঙ্গে পরিচয়, বন্ধুত্ব। এরপর বিয়ে। তাঁদের ফুটফুটে ছোট্ট একটা ছেলেও আছে। নাম আবু বকর।’
খেলা-ধুলা নামের ওয়েবসাইটে লেখা হয়েছে-, ‘মঈন আলী ও তার স্ত্রীর পরিবার চান না যে, তাদের পরিচয়টা জানাজানি হোক। তাদের এই চাওয়ার প্রতি শ্রদ্ধা রেখেই ঘনিষ্ঠজনেরা পরিবারটির কারো নাম প্রকাশ থেকে বিরত থেকেছেন। তবে এটা জানালেন যে, ২০০৫ সালে মঈন আলীর সাথে পরিচয় তার স্ত্রীর। সে বছর এক ত্রিদেশীয় সিরিজ খেলতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বাংলাদেশে এসেছিলেন মঈন।পরিচয় হয় এক মেয়ের সাথে।সেখান থেকে সম্পর্ক।২১ বছর বয়সে সেই মেয়ের সাথেই বিবাহবন্ধনে আবদ্ধ হন মঈন।
পরিবার-পরিজন নিয়ে মিডিয়ার সামনে মঈন আলী তেমন আসেননা। তবে একবার মাঠে দেখা গেছে তার ছেলে আবু বকরকে। তবে যেখানে কিছু ক্রিকেটার নিরাপত্তার অজুহাতে বাংলাদেশে আসতে চান নি সেখানে স্ত্রীকে নিয়েই এসেছেন তিনি।’
তাহলে কী দাড়াল, মঈন আলি বাংলাদেশের জামাই!
Discussion about this post