তিনি বরাবরই ভদ্র এক মানুষ। কথাবার্তাতেও তা প্রকাশ পায়। এই যেমন বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গলা ছেড়েই প্রশংসা করলেন মঈন আলি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তাই মঈন আলি জানালেন বাংলাদেশের দেয়া নিরাপত্তায় মুগ্ধ। ইংলিশ অলরাউন্ডার এটিকে ‘বিশ্বসেরা’ রায় দিলেন।
ঢাকায় রীতিমতো ভিআইপি সম্মান পেয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। একইভাবে চট্টগ্রামেও তাদের জন্য থাকছে নিছিদ্র নিরাপত্তা। মঈন আলি এনিয়ে বলেন, ‘বাংলাদেশ আমাদের যে নিরাপত্তা দিচ্ছে সেটি বিশ্বসেরা। অন্যদেশ যদি এটাকে ছাড়িয়ে যেতে চায় তবে অনেক বড় কিছু করতে হবে।’
যদিও নিরাপত্তা ইস্যু দেখিয়ে সফর বয়কট করতে চেয়েছিল ইংল্যান্ড। গুলশানের হলি আর্টিসান হামলার পর ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) শঙ্কায় পড়ে। তাদের নিরাপত্তা পর্যবেক্ষক দল গ্রিন সিগন্যাল দিলে সফরে আসে দলটি।
বুধবারের তৃতীয় ওয়ানডের আগে মঈন বলেন, ‘আমি সবাইকে এখানে সফরে আসতে অনুপ্রাণিত করব। কারণ এখনো পর্যন্ত এটা আমার কাছে অসাধারণ।’
সফরে চট্টগ্রামে বুধবার সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড। ২০ অক্টোবর থেকে চট্টগ্রামেই শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচে দুদলের খেলোয়াড়রাই নিয়মের মধ্য থেকে আচরণ করবে বলেও আশা করছেন মঈন আলি।
Discussion about this post