ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ হওয়া টেস্ট সিরিজে দাপুটে অলরাউন্ড পারফরম্যান্সের পর এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছ থেকেও মিলেছে স্বীকৃতি। প্রথমবারের মতো আইসিসির মাসসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এপ্রিল মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে তিনি এখন রয়েছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্সের সঙ্গে।
সিলেট টেস্টে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেন মিরাজ। ম্যাচে ১০ উইকেট নিয়ে জানান দেন স্পিনে তার দাপটের। যদিও ম্যাচটি বাংলাদেশ হারে, মিরাজ ছিলেন নিঃসন্দেহে লড়াইয়ের কেন্দ্রে। চট্টগ্রামে সেঞ্চুরি করে তারপর বল হাতে ৫ উইকেট নিয়ে ইনিংস ব্যবধানে জয়ের পথ করে দেন। দুই ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১১৬ রান, আর উইকেট-মোট ১৫টি।
এই অলরাউন্ড কীর্তির ফলেই সিরিজসেরা হয়েছেন মিরাজ। এবার তাকিয়ে আছেন আরও বড় স্বীকৃতির দিকে-আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার। ২০২৩ সালের মার্চে সাকিব আল হাসানের পর বাংলাদেশি পুরুষ ক্রিকেটার হিসেবে এই পুরস্কারের সম্ভাবনা এবার মিরাজের হাতেই।
তাকে পেছনে ফেলতে হবে দুই শক্ত প্রতিদ্বন্দ্বীকে। একজন ব্লেসিং মুজারাবানি, যিনি সিলেটে বাংলাদেশকে হারানোর নায়ক ছিলেন। আরেকজন কিউই পেসার বেন সিয়ার্স, যিনি পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ দুই ওয়ানডেতে ঝড় তুলেছিলেন বল হাতে, নিয়েছেন ১০ উইকেট।
২০২১ সাল থেকে চালু হওয়া এই মাসসেরা খেলোয়াড় পুরস্কারে এখন পর্যন্ত বাংলাদেশি ক্রিকেটারদের সাফল্য হাতেগোনা। মুশফিকুর রহিম, সাকিব আল হাসান এবং নারী বিভাগে নাহিদা আক্তার ছাড়া আর কেউ সেই মঞ্চে পা রাখতে পারেননি। এবার কি মেহেদী হাসান মিরাজ যোগ দেবেন সেই তালিকায়?
Discussion about this post