একেই বলে অভিষেকেই বাজিমাত! টেস্টের অভিজাত আঙিনায় প্রথম দিনই নিজেকে চেনালেন মেহদী হাসান মিরাজ। অনুর্ধ্ব-১৯ দলের সাবেক এই অধিনায়ক অনেকটা চমক জাগিয়ে জায়গা করে নেন টেস্ট দলে। বৃহস্পতিবার চট্টগ্রামে অভিষেকও হয়ে গেল এই অলরাউন্ডারের। টস হেরে ইংলিশদের বিপক্ষে বোলিংয়ে নামে টাইগাররা। আর অধিনায়ক মুশফিক হাতে বল তুলে দিতেই ঝড় তুলেন মিরাজ।
দুপুর না গড়াতেই ঘুর্নি বলের মায়াজালে বোকা বানাতে থাকেন ইংলিশ ব্যাটসম্যানদের। বেন ডাকেটের উইকেট শিকারের শুরু। এরপর তুলে নেন জো রুট এবং গ্যারি ব্যালান্সের উইকেট।
মিরাজ ঘরের মাঠে বাংলাদেশ দলকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন। জাতীয় দলে তার অন্তর্ভুক্তির বিষয়টি বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল। তার ব্যাটিং সামর্থ্যও সকলেরই জানা। তবে সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের সঙ্গী হিসেবেও অফস্পিনেও তার কাছ থেকে প্রত্যাশা থাকছে দলের।
মিরাজ ১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৪ ইনিংসে ৪০.৩০ গড়ে ৫২৪ রান করেছেন। ফিফটি রয়েছে ৫টি। গত জাতীয় লিগেই ৫ ম্যাচে নিয়েছিলেন ৩০ উইকেট। ১৪ ইনিংসে ৪০.৩০ গড়ে ৫২৪ রান করেছেন ১৮ বছর বয়সী এই ক্রিকেটার।
এদিকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নামার মধ্য দিয়ে একটি জায়গায় সাকিবের পরই লেখা হয়ে গেল সাব্বির রহমানের নাম। তারআগে ৩১টি ওয়ানডে খেলার পর সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হয়েছিল সাকিব আল হাসানের। সাব্বিবের হল ২৯ ওয়ানডে খেলার পর।
এদিন অভিষেক হল পেসার কামরুল ইসলাম রাব্বিরও।
Discussion about this post