দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে উড়িয়ে দিয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে পথ চলা শুরু হয়েছে মেহদি হাসান মিরাজের দলের। এবার দেশের মাটিতে এই লড়াইয়ে ট্রফিতেই চোখ থাকছে অনুর্ধ্ব-১৯ দলের। দেশের মাঠে খেলা বলে কথা।
এইতো বুধবার ম্যাচ জিতেই সবাই মিলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেলফি তুললেন। তাদের এমন উদযাপন নিয়ে অবশ্য আপত্তি নেই টিম ম্যানেজম্যান্টের। তবে ফেসবুকে সরব থাকা নিয়ে কথা হচ্ছে।
মেহেদি হাসান মিরাজদের বিশ্বকাপ চলাকালীন মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলের অপারেশন্স ম্যানেজার সাজ্জাদ আহমেদ বলেন, ‘আপনারা ঠিকই শুনেছেন। বিশ্বকাপ চলাকালীন খেলোয়াড়দের মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করেছি আমরা।’
ক্রিকেটারদের বিশ্বকাপ চলাকালীন সময়ে চাপমুক্ত রাখেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তবে ফেসবুক ব্যাবহার নিয়ে বোর্ড সরাসরি কোন নির্দেশনা দেয়নি। অবসরে চাইলে ক্রিকেটাররা স্ট্যাটাস আপডেট করে নিতে পারেন!
Discussion about this post