ডিয়েগো ম্যারাডোনার মতো মহানায়ক হতে পারলেন না! চোখের জলে আন্তর্জাতিক ক্যারিয়ারকে গুডবাই বললেন লিওনেল মেসি। কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরে যাওয়ার পরই আর্জেন্টিনার হয়ে ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন অধিনায়ক মেসি।
নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও গোলশূন্য থাকার পর সোমবার সকালে কোপা আমেরিকার ফাইনাল গড়ায় টাইব্রেকারে। আর সেই লটারিতে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতে নিল চিলি। টাইব্রেকারে নিজেদের প্রথম শটেই গোল করতে ব্যর্থতা, সঙ্গে শিরোপা ছুঁয়ে দেখতে না পারার দুঃখে গুডবাই বললেন মেসি।
চোখের জলে বিদায় বললেন মেসি। তার কথা, ‘ড্রেসিংরুমে বসে আমার মনে হলো, জাতীয় দলে আমার খেলা শেষ। এটা আমার জন্য না। আমি আর্জেন্টিনার সঙ্গে চ্যাম্পিয়ন হতে জোর চেষ্টা করেছি। এখন আমি সেটা করতে না পেরেই বিদায় নিচ্ছি। দেখুন, আমি আমার সাধ্যমতো সব কিছু করেছি। তারপরও হল না।’
এর আগে ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে স্বপ্ন ভাঙ্গে মেসির। এরপর গত বছরের কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হার। টানা তৃতীয়বারের মতো ফাইনাল রহস্য হয়ে থাকল ক্ষুদে যাদুকরের জন্য।
আর্জেন্টিনার হয়ে ২০০৫ সালে অভিষেক তার। এরপর ২৯ বছর বয়সী মেসি খেলেছন ১১২টি ম্যাচ।গাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ড ভেঙে করেছেন দেশের হয়ে সর্বোচ্চ ৫৫টি গোল।
কষ্টের ব্যাপার হল ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে ২৮টি শিরোপা জিতলেও মাতৃভুমিকে তেমন কিছুই দিতে পারলেন না!
Discussion about this post