কোন চমক কিংবা অঘটন নেই। যেন প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হয়ে গেল। হিসেব মতো ২০১৫ ব্যালন ডি’ওর মানে ফিফার বর্ষসেরা পুরস্কার জিতে নিলেন লিওনেল মেসি। বার্সেলোনার এই আর্জেন্টাইন পেলেন ৪১.৩৩ শতাংশ ভোট পেয়েছেন। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো পেলেন ২৭.৭৬ শতাংশ ভোট।আর নেইমারের ভোট ৭.৮৬ শতাংশ।
এনিয়ে রেকর্ড পঞ্চমবারের মতো ব্যালন ডি’ওর পেলেন মেসি। এ প্রাপ্তিতে দারুণ উচ্ছসিত এই মহা তারকা বললেন, ‘এই মঞ্চে ফেরাটা আমার জন্য অবশ্যই একটা বিশেষ মুহূর্ত। দেখুন ছোট্ট একটা ছেলে হিসেবে যে স্বপ্ন দেখেছিলাম, এটা তার থেকে অনেক বেশি।’ ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত টানা চারবার ব্যালন জিতেছেন মেসি। ফের ফিরে আসলেন।
২০১৫ সালে কোপা আমেরিকার ফাইনালে উঠেও হারে তার দেশ আর্জেন্টিনা। ৷ তবে বার্সার হয়ে জিতেন পাঁচটি ট্রফি। কোপা দেল রে, লা লিগা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ। ৬১ ম্যাচে তার গোল ৫২টি।
এদিকে নারীদের বর্ষসেরা ফুটবলার হলেন আমেরিকার কার্লি লয়েড (৩৫.২৮ শতাংশ ভোট)। তার প্রতিদ্বন্দ্বী সেলা সাসিচকে (১২.৬০ শতাংশ) প্রায় ২৩ শতাংশ ভোটে পিছনে ফেললেন।
আর বর্ষসেরা কোচে চমকে গেলেন সবাই। বায়ার্ন মিউনিখের কোচ পেপ গার্দিওলাকে (২২.৯৭) হারিয়ে বর্ষসেরা কোচ বার্সিলোনার লুই এনরিকে (৩১.০৮)।
এক নজরে দেখুন কে কী পেলেন-
১.ফিফা উইমেনস ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার: কার্লি লয়েড(আমেরিকা)
২. ফিফা পুসকাস অ্যাওয়ার্ড: ওয়েন্ডেল লিরা (ব্রজিল)
৩.পুরুষদের ফুটবলে সেরা কোচ: বার্সেলোনা কোচ লুই এনরিকে (বার্সেলোনা)
৪.নারীদের ফুটবলে সেরা কোচ: জিল এলিস (আমেরিকা)
Discussion about this post