এটি ছিল তার টি-টুয়েন্টি ক্যারিয়ারের পঞ্চাশতম ম্যাচ। কিন্তু সেটা স্মরণীয় দুরে থাক, এখন সমালোচনায় ভাসছেন তিনি। ভারতের সাবেক তারকা ক্রিকেটার, বিশ্লেষক সুনীল গাভাস্কার তো একাদশে মাশরাফি বিন মর্তুজার জায়গা নিয়েই প্রশ্ন তুললেন। সব মিলিয়ে আসে বেশ কিছু ভুল অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচে বাংলাদেশকে দিল ৩ উইকেটে হারের তিক্ত স্বাদ!
ম্যাচশেষে তাইতো আক্ষেপে পুড়লেন টাইগার অধিনায়ক। জয়ের কাছে গিয়েও হার, দুঃখটা তো একটু বেশিই হবে! বললেন, “দেখুন, আমরা যদি শুরুতে একটি কিংবা দুটি উইকেট নিতে পারতাম, তাহলে ম্যাচটি অন্যরকম হতে পারত। আবার ব্যাটিংয়ে শুরুতে ও মাঝে নিয়মিত উইকেট হারিয়েছি। আরো ১৫/২০ রান হলে হাসিমুখে মাঠ ছাড়তে পারতাম।”
তবে হেরেও আত্মবিশ্বাসী ম্যাশ। বাংলাদেশ অধিনায়ক মনে করেন সোমবার অজিদের বিপক্ষে অনেক কিছুই পেয়েছে টাইগাররা। সত্যিই তাই। মাহমুদউল্লাহর ধারাবাহিক ফর্ম, ব্যাটে-বলে সাকিবের স্বরূপে ফেরা, মুশফিকের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ইঙ্গিত। আবার ইনজুরি কাটিয়ে মুস্তাফিজও দুর্দান্ত ফেরা।
বুধবার টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ব্যাঙ্গালোরে।
Discussion about this post