সতীর্থদের কাছে রীতিমতো আদর্শ তিনি। শ্রদ্ধার পাত্র। সেই মাশরাফির জন্মদিনে সবাই মেতে উঠবে সেটাই স্বাভাবিক। ৫ অক্টোবর ৩৩-পূর্ন করলেন টাইগারদের রঙীন পোশাকের অধিনায়ক। তাইতো বুধবার সতীর্থদের অভিনন্দনে ভাসলেন মাশরাফি বিন মতুর্জা। একই দিন ইনজুরির শঙ্কা কাটিয়ে নেটে ফিরেছেন ম্যাশ।
এই দিনে অবশ্য জন্ম নিয়েছে মাশরাফির ছেলে সাহিলও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাশরাফির ৩৩তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘মাশরাফি ভাই ও তার ছেলের জন্মদিনে শুভেচ্ছা।’
রুবেল হোসেন তার ফেসবুক পেজে মাশরাফি ও তার ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন ভাই মাশরাফি বিন মুর্তজা, শুভ জন্মদিন সাহেল!’
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম লিখলেন, ‘শুভ জন্মদিন ম্যাশ! আল্লাহ আপনাকে সবসময় নিরাপদ ও সুস্থ রাখুক।’ সাব্বির রহমান লিখলেন, ‘শুভ জন্মদিন মাশরাফি বিন মুর্তজা।’
‘কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান’ফেসবুকে ‘লিখেছেন, ‘শুভ জন্মদিন ভাই, মাশরাফি বিন মুর্তজা!’ বাংলাদেশ দলের ব্যাটসম্যান ইমরুল কায়েস লিখেছেন, ‘শুভ জন্মদিন মাশরাফি ভাই…’
তামিম ইকবাল ফেসবুকে লিখলেন, ‘শুভ জন্মদিন, অধিনায়ক!’
Discussion about this post