ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগামী ৮ মার্চ শুরু হবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ওয়ানডে লড়াই। জাতীয় দলের বড় তারকাদের ছাড়াই হয়েছে টি-টুয়েন্টি লড়াই। মূল লড়াইয়েও দেখা মিলবে না তামিম ইকবাল, মুশফিকুর রহীম আর সাকিব আল হাসানদের। এমন
কী অনিশ্চয়তা আছে মাশরাফি বিন মর্তুজাকে নিয়েও। মার্চের ১০ তারিখের আগে প্রিমিয়ার লিগ খেলার সম্ভাবনা নেই মাশরাফির। ১০ মার্চ পর্যন্ত তার ছুটি।
মাশরাফির মাঠে নামতে নামতে মার্চের মাঝামাঝি হয়ে যাবে। টাইগারদের ওয়ানডে অধিনায়ক স্ত্রী, কন্যা ও ছেলেকে নিয়ে ছুটি কাটাতে গেছেন ভারতে। সোমবারই দেশ ছেড়েছেন তিনি। ফিরবেন ১০ মার্চের পর। আবাহনীর হয়ে অন্তত তিন ম্যাচ মিস করতে পারেন তিনি।
এর আগে নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরেই ছুটে যান নড়াইল। গত সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য হয়েছেন তিনি। এলাকার মানুষদের সঙ্গে দেখা করেছেন ম্যাশ। শুনেছেন সবার কথা। সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপ শেষে পুরোপুরি জন প্রতিনিধি হয়ে উঠবেন এই তারকা ক্রিকেটার।
Discussion about this post