ঢাকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বারবার ফিরে আসছে। যেখানে জস বাটলার বাংলাদেশের উল্লাসটাকে ঠিকভাবে নিতে পারেন নি। পরে এনিয়ে সমালোচনাতে মেতেছেন!
মাশরাফি বললেন, ‘আমার চোখে এটা সাধারণ একটি উদযাপন ছিল। আমরা কোনো ভুল করিনি। সুতরাং দুঃখ প্রকাশেরও কিছু নেই। ক্রিকেট জেন্টেলম্যান্ট গেম। সব ভুলে মাঠের খেলাতেই মনোযোগ দিচ্ছি আমরা।’
দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের জয়ের পথে বাটলারই বাধা হয়ে দাড়িয়েছিলেন। তাকে
ফেরানোর পর উৎসবটা এমন বাধভাঙ্গা হতে পারে বলেই মনে করছেন মাশরাফি। বলছিলেন, ‘দেখুন, উইকেট শিকারের পর প্রত্যেক খেলায়ই এমন উদযাপন হয়ে থাকে। তাছাড়া তার উইকেটটি বেশ গুরুত্বপূর্ন ছিল। তবে ম্যাচ রেফারির হয়তো মনে হয়েছে উদযাপনটা কোড অব কন্ডাক্ট ভেঙেছে, সেজন্য আমাদের দুজনকে জরিমানা করেছেন। এনিয়ে আর বেশি কিছু বলতে চাই না।’
রোববার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে জস বাটলার ২৮তম ওভারে তাসকিন আহমেদের বলে এলবিডব্লিউ আবেদনে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত সাড়া দেননি। এরপর রিভিউ নেয় বাংলাদেশ। টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা গেছে আউট বাটলার। তাইতো সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন আম্পায়ার।
তারপরই উল্লাস শুরু করে দেন মাশরাফি-সাব্বিররা। যদিও সেটা পছন্দ হয়নি ইংল্যান্ড অধিনায়কের। এ সময় তার সঙ্গে উত্তেজিতভাবে বাক্য বিনিময় হয় বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের। সেই উত্তেজনার রেশ থাকছে চট্টগ্রামেও!
Discussion about this post