তিনিই যে বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক সেটা নিয়ে এখন আর বিতর্ক নেই। পরিসংখ্যান তার হয়ে কথা বলে। তবে শুধু কাগজ-কলমের সেই হিসাব নয়, মাশরাফি গোটা বাংলাদেশের মানুষেরই মন জয় করে নিয়েছেন অনেক আগেই। সর্বজন প্রিয় এক ক্রিকেটার তিনি। সেই পছন্দের ক্রিকেটারটির হাত ধরেই রোববার রাতে এলো স্মরণীয় এক জয়। ইংল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে ওয়ানডে সিরিজে সমতা নিয়ে আসল বাংলাদেশ।
ব্যাট হাতে শুরুতে ৪৪ রান। এরপর বল হাতে ৪ উইকেট। মাশরাফির এমন সাফল্যে সিরিজে ১-১ সমতা। ১২ অক্টোবর চট্টগ্রামে যারা জিতবে সিরিজ তাদেরই।
ওয়ানডে ক্রিকেটে মাশরাফি কতোবার যে দলকে প্রথম উইকেট এনে দিয়েছেন হিসেব নেই। রোববার আরো একটা চমক। ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়কে সাজঘরে পাঠিয়ে দেন। এরপর আরো তিনটি উইকেট নিয়েছেন তিনি।
ম্যাশের বোলিং ফিগারটা রীতিমতো ইর্ষনীয় ৮.৪-২৯-৪! তার আগে ব্যাটে দারুণ ঝলক! মাশরাফি-নাসির মিলে অষ্টম উইকেট জুটিতে ৮.১ ওভারে গড়েছেন ৬৯ রানের জুটি গড়েন। ম্যাশ করেন ২৯ বলে ৪৪।
তাইতো ম্যাচসেরা একজনই, মাশরাফি!
Discussion about this post