তিনি শুধু ভাল একজন ক্রিকেটার আর নেতাই নন, ভাল একজন বাবাও। সময় পেলেই দুই সন্তানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন মাশরাফি বিন মর্তুজা। এইতো খুলনাতেও দেখা গেল একই দৃশ্য!
মেয়ে হুমায়রা ও ছেলে সাহিলকে দেখা যায় শেখ আবু নাসের স্টেডিয়ামে। তাদের সঙ্গে মঙ্গলবার বেশ সময় কাটান ম্যাশ। মাঝে নিজের অনুশীলনটাও সেরে নেন তিনি।
জানা গেল আপাতত তার স্ত্রীও আছেন খুলনায়। সিরিজ চলাকালীন সময়ে স্ত্রী-সন্তানের সঙ্গেই রাখছেন মাশরাফি। মাশরাফির ছোট ভাই মোরসালিন মর্তুজা হোটেল থেকে স্টেডিয়ামে নিয়ে যানদুই সন্তানকে। বাবাকে উচ্ছস্বিত হয়ে উঠে দুই সন্তান।
অনুশীলন শেষে তাদের নিয়ে হোটেল ফিরেন বাংলাদেশের রঙীন পোশাকের অধিনায়ক।
Discussion about this post