শেষ হলো ঐতিহাসিক পাকিস্তান সিরিজ। যেখানে দুর্দান্ত খেলেছেন তিনি। এবার ভারত মিশন। তার আগে নিজের ব্যাটিং, খেলার দর্শন এবং সামনে ভারত সিরিজ নিয়ে বিসিবির কার্যালয়ে কথা বলেন লিটন কুমার দাস। জাতীয় দলের এই ক্রিকেটারের সেই আলাপচারিতার কিছু অংশ তুলে ধরা হলো এখানে-
আপনাদের পাকিস্তান মিশন সফল। সামনে ভারত। কেমন হবেন এই সিরিজটা?
ভারত তাদের কন্ডিশনে খুবই ভালো দল। টেস্ট র্যাংঙ্কিংয়েও ভারতীয় দল এখন অনেক উপরে আছে। কোনো সন্দেহ নেই এই সিরিজটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জের হবে।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে প্রায় প্রতিটায় দুপুরের সেশনে কামব্যাক করেছে বাংলাদেশ। সকালের সেশনে ফেইল করেছে। বিষয়টাকে কীভাবে দেখছেন?
টেস্ট ক্রিকেটে প্রত্যেকটা সেশন যেহেতু জিততে হয়, প্রত্যেকটা সেশনই খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয়েছে প্রত্যেকদিন সকালের সেশনে আমরা শতভাগ ক্রিকেটটা খেলতে পারিনি। বোলিং ব্যাটিং দুই দিক থেকেই। এখানে একটা উন্নতির জায়গা আছে আমাদের।
মানসিক চাপটা কীভাবে কাটিয়ে উঠেছেন?
ঠিক বলব না ভুল বলব? যদি ঠিকটা বলি, তাহলে বলব এ নিয়ে আমি কোনো চিন্তাই করিনি। আমি স্রেফ ভেবেছি আমাকে নিয়ে, কীভাবে ভালো করা যায়, কীভাবে উন্নতি করা যায় এই বিষয়ে ভেবেছি। ভুল আন্সার হচ্ছে সারা দিন রুমে বসে কান্না করতাম। এটা মজা করার জন্যই বলা। বাস্তবতা হলো, খেলোয়াড়দের সব সময় ভালো যায় না। যাদের ভালো সময় যায়, তারা চেষ্টা করে আরও ভালো করার। একটাই উপায় আছে আমাদের ভালো করার, সেটা হচ্ছে অনুশীলন। আমি অনুশীলনে চেষ্টা করেছি, এরপর মাঠে সেটা বাস্তবায়নের চেষ্টা করেছি।
ছক্কা মেরেছেন নাসিম শাহকে, ডমিনেট করতে দেননি। ভারতের বিপক্ষে সিরাজের সঙ্গে আপনার একটা ঘটনা ঘটেছিল, সেটা আপনার মাথায় আছে কি না। অমন পরিস্থিতি আসলে কী করবেন?
ভারতে এখনও যাইনি, সেটা ভবিষ্যৎ। আর যেটা বললেন, সেটা অতীত। দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। বর্তমান হচ্ছে আমার অনুশীলন। একটু পরে অনুশীলন আছে। দেখি এখানে কিছু করতে পারি কি না।
সাদা বলে ওপেন করেন, লাল বলে খেলেন ছয় নম্বর পজিশনে। আপনার পরে টেস্টের এই ব্যাটিং লাইনআপে আর কোনো ব্যাটার নেই। এই চাপটা কীভাবে সামাল দেন?
চাপ আসলে সব জায়গাতেই আছে। এখানে চাপ আছে, ওখানে নেই বিষয়টা এমন নয়। আর আমার চেয়ে ভালো ব্যাটার আমার পরে ব্যাটিং সিরিয়ালে নিচে আছে, মিরাজ আছে না! চাপ না, আমার মনে হয় টেস্ট ক্রিকেট এমন একটা খেলা, যেখানে আপনার হাতে অনেক সময় আছে। আপনি যেখানেই ব্যাট করেন, আপনার সামনে সারা দিন সময় আছে শূন্য থেকে শুরু করে নিজেকে ইমপ্লিমেন্ট করার। চাপ না। আমি যেভাবে অনুশীলন করি, সেভাবেই খেলার চেষ্টা করছি।
টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের লক্ষ্য কী?
এখন আমরা শুধু ভারত নিয়ে ভাবছি।
Discussion about this post