আলোচনাতেই ছিল না দলটি। বিশ্লেষকরা মৌসুম শুরুর আগে রীতিমতো হিসেবের বাইরে রেখেছিল তাদের। কিন্তু শুরু থেকেই চমক দেখাতে থাকে দলটি। একের পর এক বাধা টপকে রীতিমতো রূপকথার গল্প তৈরি করতে থাকে। আর সেই দলটি
লেস্টার সিটি। চেলসির মাঠে টটেনহ্যাম হটস্পার জিততে না পারায় ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়ে গেছে বিস্ময় জাগানো দলটি।
ক্লাওদিও রানিয়েরি ম্যাজিকে ক্লাবের ১৩২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো লিগের শিরোপা পেল লেস্টার। ১৫ মে স্টামফোর্ড ব্রিজের গার্ড অব অনার পাবেন লেস্টারের ইতালিয়ান ম্যানেজার। বলা দরকার, সেই ১৯৭৮ সালে নটিংহাম ফরেস্টের পর আবার নতুন কোনো চ্যাম্পিয়ন পেল ইংল্যান্ড।
অন্যদিকে দীর্ঘ ৩৮ বছরের মধ্যে এই প্রথম নতুন চ্যাম্পিয়ন পেল ইংলিশ প্রিমিয়ার লিগ। এ অবস্থায় ৩৬ ম্যাচে ৭৭ পয়েন্ট লেস্টারের। চেলসির সঙ্গে ২-২ গোলে ড্র করার পর টটেনহ্যামের অর্জন ৭০ পয়েন্ট।
অথচ মৌসুম শুরুর আগে যে দলের পক্ষে বাজির দর ছিল ৫০০০-১! মানে তাদের গোনাতেই নেয়নি কেউ।
Discussion about this post