ঈদের পর ফের জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (ডিপিএল) লড়াই। সুপার সিক্সে উঠার পথে আজ পারটেক্স স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। যেখানে জয়ের মঞ্চ তৈরি করে নিয়েছে সাইফ হাসানের দল। পারটেক্সকে ১২৯ রানে অলআউট করেছে লিজেন্ডসরা।
বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে সকালে টস জিতে প্রথমে বোলিং নেয় লিজেন্ডস অব রূপগঞ্জ। তারা পারটেক্সকে দ্রুত অলআউট করে দেয়। শেখ মেহেদী হাসান ৩৪ রানে নেন ৪ উইকেট। দুটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও রেজাউর রহমান রাজা। একটি করে উইকেট নেন সামিউন বাসির ও সাইফ হাসান।
লিজেন্ডসদের বোলিং আক্রমণের সামনে এদিন দাঁড়াতেই পারেনি পারটেক্সের ব্যাটাররা। দলীয় সর্বোচ্চ ৪১ রান করেন রুবেল মিয়া। আহরার আমিনের ব্যাট থেকে আসে ২৪ রান।
প্রিমিয়ার লিগের সুপার সিক্সে পা রাখতে এই ম্যাচে জয় জরুরী সাইফ হাসানের দলের।
Discussion about this post