স্বপ্নের মতো আরও একটা জয়। যাকে বলে হেসে-খেলে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়া! ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফের ১০ উইকেটে অনায়াস জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১০ উইকেটে হারানোর পর তৃতীয় রাউন্ডে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকেও একই ব্যবধানে হারাল সাবেক চ্যাম্পিয়নরা।
আজ সোমবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সহজ জয় পেয়েছে রূপগঞ্জ। রেজাউর রহমান রাজা, শেখ মেহেদী এবং তানভির ইসলামের দাপুটে বোলিংয়ে শাইনপুকুর অলআউট হয়ে যায় মাত্র ৬৯ রানে। মাত্র ২৫.৫ ওভারে গুটিয়ে যায় তাদের ইনিংস।
শাইনপুকুরের ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে তিনটি করে উইকেট নিয়েছেন রাজা এবং তানভির। মেহেদীর শিকার দুই উইকেট।
মাত্র ৭০ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয় তুলে নেয় রূপগঞ্জ। ৯.৩ ওভারে দলটি সংগ্রহ করে ৭৫ রান। ওপেনার তানজিদ হাসান তামিম ২০ বলে ৩৫ রানে অপরাজিত ছিলেন, যেখানে চারটি চার ও একটি ছক্কা ছিল। আরেক ওপেনার সাইফ হাসান ৩৭ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন, মেরে দেন সমান সংখ্যক চার ও দুটি ছক্কা।
শাইনপুকুরের হয়ে চারজন বোলার চেষ্টা করলেও স্বল্প লক্ষ্যের সামনে রূপগঞ্জের ওপেনারদের কোনো চ্যালেঞ্জই ছুঁড়ে দিতে পারেননি তারা।
এদিন শুরুটা মোটামুটি ভাল ছিল শাইনপুকুরের। প্রথম উইকেট পড়ে ২৮ রানে। কিন্তু এরপরই রূপগঞ্জের বোলারদের তান্ডব। তাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে তারা। দলের ৭ ব্যাটসম্যান এক অঙ্কের স্কোরেই ফিরেছেন। শুধু ওপেনার মইনুল ইসলাম (১৮) এবং মাহমুদুল হাসান (১২), জাকির হাসান (১০) ও রেজাউল হক (১০) দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ইনিংসটি ৬৯ রানেই থামে।
লিজেন্ডসদের হয়ে তানভীর ইসলাম ৭ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট। তিনিই ম্যাচসেরা। লিজেন্ডস অব রূপগঞ্জের বোলাররা শাইনপুকুরের ব্যাটসম্যানদের প্রতি দুর্দান্ত চাপ সৃষ্টি করেন। তিনটি করে উইকেট নিয়েছেন রেজাউর রহমান রাজা এবং তানভির ইসলাম, আর দুইটি উইকেট শিকার করেছেন শেখ মেহেদী হাসান।
৭০ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে রূপগঞ্জ যে জিতবে সেটা অনুমেয় ছিল। কাজটা আরও সহজ করে দনে দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান। দুজনে মিলে রীতিমতো শাইনপুকুর বোলারদের উড়িয়ে দেন। কোনো উইকেট না হারিয়েই ৪০.৩ ওভার হাতে রেখেই বড় জয় তুলে নেয় তারা। তানজিদ অপরাজিত ২০ বলে ৩৫ রানে। সাইফ অপরাজিত ৩৯ রানে।
প্রিমিয়ার লিগের লিস্ট ‘এ’ যুগে এর চেয়ে বেশি বল বাকি রেখে জয়ের কীর্তি আছে মাত্র তিনটি। গত বছর গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে ৪০ রানে অলআউট করে ২৬২ বল বাকি রেখে জিতেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। এটি দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটেরও রেকর্ড।
সংক্ষিপ্ত স্কোর
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ২৫.৫ ওভারে ৬৯ (মইনুল ১৮, নিয়ন ১৪, অনিক ২, রহিম ৫, রাফসান ০, ফারজান ১০, শরিফুল ৪, জুবায়ের ২, আলি ১, ফাহাদ ১০, আনোয়ার ১*; শরিফুল ৪-০-৯-০, রাজা ৬.৫-০-২৮-৩, তানভির ৭-১-১৫-৩, মেহেদি ৬-১-১৪-২, সাইফ ২-০-৩-১)
লিজেন্ডস অব রুপগঞ্জ: ৯.৩ ওভারে ৭৫/০ (ফাহাদ ৪-০-৩২-০, আলি ৩-০-১৬-০, আনোয়ার ১.৩-০-১৮-০, রহিম ১-০-৮-০)
ফল: লিজেন্ডস অব রুপগঞ্জ ১০ উইকেটে জয়ী
ম্যাচসেরা: তানভির ইসলাম
Discussion about this post